শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ , ২৪ শাওয়াল ১৪৪৫

সাহিত্য
  >
গল্প

পড়ে পাওয়া গল্প

হানিয়্যুম মারিয়া ডিসেম্বর ৬, ২০২২, ১৯:২৮:৪৭

626
  • হানিয়্যুম মারিয়া

রংপুর আসার পথে আমার সাথে দু’জন বউ যাত্রী উঠেছিল। হাতে শাঁখা-পলা, টকটকে সিঁদুর, টিপ, আর কী সুন্দর ডুরে শাড়ি! দু’জনের কোলেই দু’টা গ্যাদা বাচ্চা। বয়স আর কতই হবে ষোল কি সতের। দুইজন টুকটুক করে গল্প করছে, কিছুক্ষণ পর একটা পান দু’জনে ভাগ করে খেল। বাতাসে একজনের ঘন চুল উড়ছে।

আমার মনে হলো ইস্ আমাকে যদি ষোল বছর বয়সে বিয়ে দিত! এই সব ছাতার মাথা ভাবছি হঠাৎ কন্ডাক্টার তাদের কাছে ভাড়া চাইল। দু’জনে দশ টাকা বের করে দিল। একজনের টাকার একটুখানি ছেঁড়া ছিল, কন্ডাক্টার কিছুতেই সেটা নেবে না... বউটা বাধ্য হয়ে বলল তার কাছে আর শুধু পাঁচ টাকা আছে।

কন্ডাক্টার কিছুক্ষণ গজগজ করাতে আমি বললাম আমার কাছ থেকে বিশ টাকা নিয়ে উনাদের টাকাটা আমাকে দ্যান। নিজের সক্ষমতা আর অক্ষমতায় নিজেরই মিশে যেতে ইচ্ছা হচ্ছিল...আমাদের কত কি লাগে বেঁচে থাকতে, তবুও অস্থিরতায় ভুগি- কি খুঁজে বেড়াই নিজেই জানি না...আমি এই দু’জন বউকে কোনও দিন ভুলব না.. তাদের টকটকে লাল সিঁথি, পান খাওয়া ঠোঁট, ডুরে পাড় শাড়ি... তাদের একটা দশটাকার নোট আর কী আদুরে হাসি! ...

জানি না কেন চোখ ভরে আসে...

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন