মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১ , ২১ রজব ১৪৪৬

সাহিত্য
  >
গল্প

প্রখ্যাত ছড়াকার সুকুমার বড়ুয়া জন্মদিন আজ

নিউজজি ডেস্ক জানুয়ারি ৫, ২০২২, ১২:১৩:১৫

3K
  • প্রখ্যাত ছড়াকার সুকুমার বড়ুয়া জন্মদিন আজ

ঢাকা: সুকুমার বড়ুয়া। বাংলাদেশের প্রখ্যাত ছড়াকার তিনি। দীর্ঘদিন ধরে তিনি ছড়া রচনায় ব্যাপৃত রয়েছেন। বিষয়-বৈচিত্র্য, সরস উপস্থাপনা, ছন্দ ও অন্তমিলের অপূর্ব সমন্বয় তার ছড়াকে করেছে স্বতন্ত্র। প্রাঞ্জল ভাষায় আটপৌরে বিষয়কেও তিনি ছড়ায় ভিন্নমাত্রা দেন। তার ছড়া একাধারে বুদ্ধিদীপ্ত, তীক্ষ্ণ, শাণিত আবার কোমলও বটে। আজ তার জন্মদিন। শুভ জন্মদিন সুকুমার বড়ুয়া।

সুকুমার বড়ুয়ার জন্ম ১৯৩৮ সালের ৫ জানুয়ারি চট্টগ্রাম জেলার রাউজান থানার মধ্যম বিনাজুরি গ্রামে। তার বাবার নাম সর্বানন্দ বড়ুয়া এবং মা কিরণ বালা বড়ুয়া। চট্টগ্রামের গহিরা গ্রামের শিক্ষক প্রতাপ চন্দ্র বড়ুয়ার মেয়ে ননী বালার সাথে ১৯৬৪ সালের ২১ এপ্রিল তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হোন। ব্যক্তিগত জীবনে সুকুমার বড়ুয়া তিন মেয়ে এবং এক ছেলের জনক।

বর্ণজ্ঞান থেকে প্রথম শ্রেণী পর্যন্ত তিনি মামা বাড়ির স্কুলে পড়াশোনা করেছেন৷ এরপর বড় দিদির বাড়িতে এসে তিনি ডাবুয়া খালের পাশে 'ডাবুয়া স্কুল' এ ভর্তি হন৷ কিন্তু সেই স্কুলে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত পড়ার পর তার পড়ালেখা বন্ধ হয়ে যায়।

অল্প বয়স থেকেই তিনি বিভিন্ন সময় মেসে কাজ করেছেন। জীবিকা নির্বাহের জন্য একটা সময় তিনি ফলমূল, আইসক্রিম, বুট বাদাম ইত্যাদি ফেরী করে বিক্রি করেছেন৷ ১৯৬২ সালের ৩ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪র্থ শ্রেণীর কর্মচারী হিসেবে চৌষট্টি টাকা বেতনের চাকুরী হয় তার৷ ১৯৭৪ সালে পদোন্নতি হয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩য় শ্রেণীর কর্মচারী হিসেবে নিযুক্ত হন। ১৯৯৯ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টোর কিপার হিসেবে অবসর গ্রহণ করেন।

তার সাহিত্য কর্মগুলোর মধ্যে উল্লেখ্য যোগ্য পাগলা ঘোড়া, ভিজে বেড়াল, চন্দনা রঞ্জনার ছড়া, এলোপাতাড়ি, নানা রঙের দিন, সুকুমার বড়ুয়ার ১০১টি ছড়া, চিচিং ফাঁক, কিছু না কিছু , প্রিয় ছড়া শতক, বুদ্ধ চর্চা বিষয়ক ছড়া ইত্যাদি।

তিনি কর্ম জীবনে অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন। এর মধ্যেে উল্লেখ্য যোগ্য বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার, ঢালী মনোয়ার স্মৃতি পুরস্কার, বৌদ্ধ একাডেমী পুরস্কার, বাংলাদেশ শিশু একাডেমী সাহিত্য পুরস্কার, ঢাকা বিশ্ববিদ্যালয় বৌদ্ধ ছাত্র সংসদ সম্মাননা, অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য সম্মাননা, জনকণ্ঠ প্রতিভা সম্মাননা, আলাওল শিশু সাহিত্য পুরস্কার (১৯৯৯)

ভারতে চোখ সাহিত্য পুরস্কার, নন্দিনী শ্রেষ্ঠ ব্যক্তিত্ব (শিশু সাহিত্য), আইরিন আফসানা ছড়া পদক, স্বরকল্পন কবি সম্মাননা পদক, সর্বশেষ তিনি ২০১৭ সালে একুশে পদক পান।

নিউজজি/এস দত্ত

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন