শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ , ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা
  >
ফুটবল

শঙ্কা কাটিয়ে ভিয়ারিয়ালকে হারিয়ে শেষ আটে রিয়াল

ক্রীড়া ডেস্ক ২০ জানুয়ারি , ২০২৩, ০৯:৩২:৫৮

171
  • ছবি: ইন্টারনেট

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে হারের পর কোপা দেল রে থেকেও ছিটকে পড়ার শঙ্কা ভর করেছিল রিয়াল মাদ্রিদের ওপর। ভিয়ারিয়ালের বিপক্ষে প্রথমার্ধের ছন্নছাড়া পারফরম্যান্সে খেয়ে বসে দুই গোল। তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে শেষ আটে ওঠে কার্লো আনচেলত্তির দল।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বাংলাদেশ সময় রাতে ভিয়ারিয়ালের মাঠে শেষ ষোলোর ম্যাচটি ৩-২ গোলে জিতেছে রিয়াল। ছন্দহীন রিয়ালকে ব্যবধান কমিয়ে পথে ফেরান ভিনিসিউস জুনিয়র। আর এদের মিলিতাও সমতা টানার পর শেষ দিকে জয়সূচক গোলটি করেন দানি সেবাইয়োস।
 
প্রতিপক্ষের মাঠে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) শুরুতেই পেছনে পড়ে রিয়াল। চতুর্থ মিনিটে ডান দিক থেকে দারুণ শটে ঠিকানা খুঁজে নেন ভিয়ারিয়ালের ফরাসি মিডফিল্ডার এতিনে ক্যাপু। ঘুরে দাঁড়ানোর জন্য যে ফুটবল খেলা দরকার, তার কিছুই করতে পারছিল না রিয়াল। উল্টো ৪২তম মিনিটে তারা হজম করে আরেক গোল। জেরার্দ মোরেনোর থ্রু বল ধরে বাঁ পায়ের শটে গোলটি করেন নাইজেরিয়ার মিডফিল্ডার স্যামুয়েল।
 
বিরতির পর নিজেদের যেন ফিরে পায় রিয়াল মাদ্রিদ। যে কারণে ৫৭তম মিনিটে দারুণ এক গোলে দলকে লড়াইয়ে ফেরান ভিনিসিউস। করিম বেনজেমার ওয়ান টাচ পাস ফাঁকায় পেয়ে বক্সে থেকে নিখুঁত শটে ব্যবধান কমান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। 
 
এদিকে, ৬৯তম মিনিটে রিয়ালকে সমতায় ফেরানোর গোলটি করেন মিলিতাও। এই গোলেও জড়িয়ে বেনজেমার নাম। বাঁ দিক থেকে সেবাইয়োসের ক্রসে ফরাসি ফরোয়ার্ডের হেড ঝাঁপিয়ে রুখে দেন ভিয়ারিয়াল গোলরক্ষক; তবে বল গোলমুখে পেয়ে যান মিলিতাও। সহজ টোকায় বাকি কাজ সারেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার।    
 
৮৬তম মিনিটে ম্যাচে প্রথমবারের মতো এগিয়ে যায় রিয়াল। বাইলাইন থেকে মার্কো আসেনসিওর কাটব্যাক বক্সের মুখে ফাঁকায় পেয়ে নিচু শটে জয় নিশ্চিত করা গোলটি করেন স্প্যাানিশ মিডফিল্ডার সেবাইয়োস।
 
নিউজজি/সিআর/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন