বুধবার, ১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১ , ২২ শাওয়াল ১৪৪৫

অন্যান্য
  >
নারী দিবস

নারী দিবসের উপহার হোক নতুন কিছু

নিউজজি ডেস্ক ৭ মার্চ , ২০২৪, ১০:৩৬:৫৯

  • নারী দিবসের উপহার হোক নতুন কিছু

ঢাকা: ‘বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর’- রবি ঠাকুরের এই কবিতার লাইন যেন আমাদের সমাজের প্রতিচ্ছবি। সভ্যতাকে এগিয়ে নিতে নারীরা পুরুষের পাশাপাশি একইভাবে ত্যাগ স্বীকার করেছেন। 

আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। সারাবিশ্বে এই দিনকে জাকজমকভাবে উদযাপন করা হয়। বিশেষ এই দিনে মা, বোন, স্ত্রী, মেয়ে, বান্ধবী কিংবা প্রেমিকাকে অভিনব উপহার দিয়ে চমকে দিতে পারেন। নারী দিবসে কি উপহার দিতে পারেন তা নিয়ে রইল কিছু টিপস- 

১. বিশেষ কোন বার্তা লিখে কার্ড উপহার দিতে পারেন প্রিয়জনকে।  কাগজের ফুল বানিয়েও দিতে পারেন কার্ডে। 

২. ফুল ও চকলেট সবাই পছন্দ করে। বিশেষ এই দিবসে বিশেষ মানুষকে ফুল ও চকলেট উপহার দিন। ফুলের তোড়া তো বটেই, অন্যরকম কিছু করতে চাইলে দিতে পারেন চকলেটের তোড়া। 

৩. সঙ্গীর হয়ত চা কিংবা কফি ভীষণ পছন্দ। নারী দিবসে তাই বিশেষ কাপ বানাতে পারে। পছন্দের মানুষের ছবি দিয়ে বা নিজে হাতে বিশেষ কোনও বার্তা লিখে দিতে পারেন সেখানে। 

৪. নারী দিবস উপলক্ষে সপ্তাহান্তে দুদিনের জন্য কোনও ট্যুরের পরিকল্পনা করতে পারেন। পরিবারের সকলের সঙ্গে দারুণ কাটবে সে সময়টা।

৫. আপনার জীবনের বিশেষ নারী যদি সাজতে ভালোবাসে তাহলে তাঁকে উপহার দিন তাঁর পছন্দের প্রসাধনী। 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন