সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১ , ১০ রবিউস সানি ১৪৪৬

অন্যান্য
  >
নারী দিবস

ফুলটস ডেলিভারিতে ৪ উইকেট, নিজেকে ভাগ্যবান ভাবছেন ফিলিপ

স্পোর্টস রিপোর্টার ২৮ নভেম্বর , ২০২৩, ২২:০১:১৮

  • সংবাদ সম্মেলনে ফিলিপ। ছবি-বিসিবির ভিডিও থেকে নেয়া

টেস্ট অভিষেক ৪৬ মাস আগে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনিতে অভিষেক টেস্ট ইনিংসে করেছেন ফিফটি (৫২)। অথচ, পরের টেস্ট খেলতে বেড়েছে অপেক্ষা। সদ্য সমাপ্ত বিশ্বকাপে ধর্মশালায় অস্ট্রেলিয়ার বিপক্ষে অকেশনাল বোলার পরিচয় ছেড়ে কার্যকরী বোলার হয়ে উঠেছেন (৩/৩৭)।

সেই থেকে নিউ জিল্যান্ড দলে নিয়মিত বোলার গ্লেন ফিলিপ। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে পেয়েছেন ৪ উইকেট (৪/৫৩)।শান্ত (৩৭), মুমিনুল (৩৭), শাহাদত দিপু (২৪), সোহান (২৯) তার শিকার। প্রতিটি উইকেটই পেয়েছেন ফুলটস ডেলিভারি দিয়ে।

নিজেকে তাই ভাগ্যবান মনে করছেন পার্ট টাইম অফ স্পিনার গ্লেন ফিলিপ- ‘অনেক দিন ধরেই  প্রথম টেস্ট উইকেট পাওয়ার স্বপ্ন দেখেছি। কিন্তু আমি ভাবিনি যে আমি এটা পাব। লেগ স্পিনাররা প্রায়ই  ফুল-টস ডেলিভারি দিয়ে থাকে এবং এটি সোজা হয়ে যায়। দেখুন, আমি ফুল-টসে সবগুলো উইকেট ফুলটস ডেলিভারিতে পেয়েছি।  এক্ষেত্রে আমি একটু ভাগ্যবান ।’

বাংলাদেশ ব্যাটাররা উইকেট উপহার দেয়ার সুযোগ দিয়েছে বলে মনে করছেন ফিলিপ-‘তারা শুরুতেই আমাদের কাজটা কঠিন করে দিয়েছিল। তারা আজাজ প্যাটেলকে অনেক চাপে ফেলে দিয়েছিল। উপমহাদেশের পিচে বোলারদের লেন্থ লাইন ঠিক রেখে আক্রমণাত্মক হতে হবে।তবে বাংলাদেশের ব্যাটাররা আজ ভালো করেছে। কিন্তু এটি কয়েকটি উইকেট নেওয়ার সুযোগ দিয়েছে তারা।’

২০২০ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ৪৬ বলে সেঞ্চুরি করে এসেছেন ফিলিপ আলোচনায়। তবে ব্যাটিংয়ের পাশাপাশি অফ স্পিনের চেয়ে উইকেট কিপিংটা ভাল করতে পারেন, এই পরিচয় ছিল তার। বাংলাদেশের বিপক্ষে সিলেট টেস্টে ৪ উইকেট পেয়ে উইকেট কিপার পরিচয়টা মুছে ফেলতে পারবেন বলে মনে করছেন ফিলিপ-‘আমি দীর্ঘদিন ধরে উইকেটকিপার-ব্যাটার ট্যাগটা খুলে ফেলার চেষ্টা করছি। এই লক্ষ্যটা মাথায় রেখে আমি বেশ কয়েক বছর ধরে সত্যিই কঠোর পরিশ্রম করেছি।’

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন