সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ , ২৭ শাওয়াল ১৪৪৫

অর্থ ও বাণিজ্য
  >
অর্থনীতি

বেড়েছে সবজি-মাংসের দাম

নিউজজি ডেস্ক ২৬ এপ্রিল , ২০২৪, ১১:২৫:৩০

64
  • বেড়েছে সবজি-মাংসের দাম

ঢাকা: চলমান তাপপ্রবাহের প্রভাব পড়েছে রাজধানীর নিত্য পণ্যের বাজারে। সরবরাহ কম থাকায় সপ্তাহ ব্যবধানে বেড়েছে বেশকিছু সবজির দাম। এছাড়াও ঈদের পর হুট করে বেড়ে যাওয়া মুরগির দামও বেড়েছে নতুন করে। একই চিত্র গরু-খাসিতেও। আগের সয়াবিন তেল বিক্রি হচ্ছে নতুন দামে। কোরবানির আগেই বেড়েছে মসলার দামও।  

রমজানের শুরুতে বেড়ে গেলেও শেষের দিকে কিছুটা কমেছিল বিভিন্ন প্রকার মুরগির মাংসের দাম। তবে ঈদের পর ধাপে ধাপে বেড়ে ৩৩০ টাকার সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৮০ টাকা কেজিতে। কেজিতে ১০ টাকা বেড়েছে গরু ও খাসির মাংসের দামও। তবে অপরিবর্তিত রয়েছে মাছের বাজার।  এদিকে, কিছু সবজির দাম অপরিবর্তিত থাকলেও তাপপ্রবাহের দায়ে কিছুটা বেড়েছে কাঁচা মরিচ, শসা, লেবু, পিয়াজ ও আলুর দাম।  

নতুন চাল, বিআর ২৮ ও মিনিকেট বাজারে আসলেও দামে তেমন প্রভাব পড়েনি। বিক্রেতারা বলছেন, গেল বছরের তুলনায় চালের দাম বেশি। দাম বাড়ার তালিকায় যোগ হয়েছে মসলার নামও।  গেল সপ্তাহে বোতলজাত সয়াবিন তেলের দাম চার টাকা বাড়ানো হয়েছে। তবে আগের তেলও বিক্রি হচ্ছে নতুন দামে। বেশকিছু পণ্যের বিনা কারণে দাম বাড়ায় বাজারে তদারকির অভাবকেই দায়ী করছেন ক্রেতারা। 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন