মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ , ২১ শাওয়াল ১৪৪৫

সাহিত্য

আইরিশ ঔপন্যাসিক, নাট্যকার স্যামুয়েল বেকিট

নিউজজি ডেস্ক ১৩ এপ্রিল , ২০২৪, ০০:০৫:২৫

99
  • আইরিশ ঔপন্যাসিক, নাট্যকার স্যামুয়েল বেকিট

ঢাকা: স্যামুয়েল বেকিট (১৩ এপ্রিল ১৯০৬ - ২২ ডিসেম্বর ১৯৮৯) একজন আইরিশ ঔপন্যাসিক, নাট্যকার, ছোটগল্পকার, মঞ্চ পরিচালক, কবি ও অনুবাদক ছিলেন। তার পূর্ণবয়স্ক জীবনের অধিকাংশ সময় তিনি প্যারিসে কাটিয়েছেন, ফলে তিনি ফরাসি ও ইংরেজি দুই ভাষাতেই তার সাহিত্যকর্ম রচনা করেছেন।

বেকিটের সহজাত সৃষ্টিকর্মসমূহ অস্তিত্ববাদ ও অভিজ্ঞতার আলোকে প্রায়ই ব্ল্যাক কমেডি, ননসেন্স ও গ্যালো রম্যরস সহযোগে বিয়োগান্ত-হাস্যরসাত্মক ভাবের প্রকাশ করে। তার পরবর্তী কর্মজীবনে আরও নান্দনিকতা ও ভাষাগত নিরীক্ষার ফলে এটি আরও যৎসামান্য হয়ে ওঠে। তাকে সর্বশেষ আধুনিকতাবাদী লেখকদের একজন হিসেবে গণ্য করা হয় এবং মার্টিন এসলিন তাকে "উদ্ভটদের মঞ্চ" (Theatre of the Absurd)-এর অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বলে আখ্যায়িত করেন। তার সবচেয়ে প্রসিদ্ধ সৃষ্টিকর্ম হল ১৯৫৩ সালে লেখা নাটক ওয়েটিং ফর গোডো।

বেকিট ১৯৬৯ সালে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন। তিনি ১৯৮৪ সালে সাওই অব আওসডানা নির্বাচিত হন।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন