রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ , ১৯ শাওয়াল ১৪৪৫

সাহিত্য
  >
কবিতা

উজ্জ্বল দত্ত'র কবিতা, ‘গহীনে ঢেকে রাখি মুখ,

উজ্জ্বল দত্ত ফেব্রুয়ারি ২৬, ২০২৪, ১৫:১০:৫৭

484
  • উজ্জ্বল দত্ত'র কবিতা, ‘গহীনে ঢেকে রাখি মুখ,

প্রতিনিয়তই তুমি আঘাত কর

কথার ছলে মনে,

কষ্ট পাই

তবু গহীনে ঢেকে রাখি মুখ যতনে!

 

আমি খুব সহজেই

তা অনুধাবন করি নিখুঁত ভাবে

অন্তরীক্ষে আছড়ে পরে ঢেউ

নীল জলে চোখ বাঁধে,

অর্থহীন গান!

 

কেউ বুঝুক আর নাইবা বুঝুক

তাতে কিবা আসে যায়!

প্রতিনিয়তই

যে খুন করে চলছি,

ভালোবেসে নিজেকে

তা বেশ টের পাই।

নিউজজি/নাসি

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন