বুধবার, ১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১ , ২২ শাওয়াল ১৪৪৫

খেলা
  >
ক্রিকেট

শুভ’র সেঞ্চুরি, বৈশাখী বৃষ্টিতে গাজী গ্রুপের স্বস্তির জয়

স্পোর্টস রিপোর্টার ১৬ এপ্রিল , ২০২৪, ১৯:৪৮:২১

172
  • সেঞ্চুরির পর সামছুর রহমান শুভ। ছবি-ইউটিউব লাইভ থেকে নেয়া

গাজী গ্রুপ : ৩৪৪/৭ (৫০.০ ওভারে)

ব্রাদার্স ইউনিয়ন : ১৭৮/১০ (৪০.৩ ওভারে)

ফল : ডাকওয়ার্থ-লুইস মেথডে গাজী গ্রুপ ১৩০ রানে পরাজিত।

প্লেয়ার অব দ্য ম্যাচ : হাবিবুর রহমান (গাজী গ্রুপ)।

মঙ্গলবার প্রিমিয়ার ডিভিশনের তিনটি ম্যাচই আক্রান্ত হয়েছে বৈশাখী বৃষ্টিতে। বৃষ্টি আইনে নিষ্পত্তি হয়েছে ম্যাচের ফল। শের-ই-বাংলা স্টেডিয়ামে বৃষ্টি আইনে মোহামেডান হেরেছে ৬ উইকেটে। বিকেএসপি ফোর-এ গাজী গ্রুপ ১৩০ রানে এবং বিকেএসপি-থ্রি-তে রূপগঞ্জ টাইগার্স জিতেছে ৫ রানে।

৯ম রাউন্ড পর্যন্ত গাজী গ্রুপ দেখেনি সুপার লিগের আশা। বিকেএসপি-ফোর-এ অনুষ্ঠিত ১০ম রাউন্ডে বৃষ্টি আইনে ব্রাদার্স ইউনিয়নকে ১৩০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সুপার লিগের স্বপ্ন দেখছে এই কর্পোরেট প্রতিষ্ঠানটি।

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ৪ টপ অর্ডারের ফিফটিতে ( আনিসুল ৬৫, হাবিবুর ৮১, সাব্বির ৭৪, আল আমিন জুনিয়র ৬৪) চলমান লিগের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর ৩৪৪/৭ করেছে গাজী গ্রুপ। ব্রাদার্সের রাহাতুল ফেরদৌস পেয়েছেন ৩ উইকেট (৩/৫৬)। পেসার আবু জায়েদ রাহি খেয়েছেন প্রচন্ড মার (৬-০-৬২-১)।

জবাব দিতে এসে ব্রাদার্সের স্কোর যখন ১৪৪/৬, তখন বৃষ্টি আক্রান্ত করলে ৪১ ওভারে ৩০৯ রান। তবে আবদুল গাফফার সাকলায়েনের বোলিংয়ে (৪/৩৪) ১৭৮/১০-এ থামে ব্রাদার্স। ব্রাদার্সের আবদুল মজিদ করেছেন ৮৪ বলে ৫১ রান।

এই ম্যাচ জিতে গাজী গ্রুপের পয়েন্ট বেড়ে দাঁড়ালো ১০ ম্যাচে ১২। অন্যদিকে ৭ম হারে রেলিগেশনের শঙ্কা দেখছে ব্রাদার্স (১০ ম্যাচে ৬ পয়েন্ট)।

রূপগঞ্জ টাইগার্স : ২৯৭/৮ (৫০.০ ওভারে)

সিটি ক্লাব : ২৬০/৮ (৪১.০ ওভারে)

ফল : রূপগঞ্জ টাইগার্স ৫ রানে জয়ী।

প্লেয়ার অব দ্য ম্যাচ : আবদুল্লাহ আল মামুন (রূপগঞ্জ টাইগার্স)।

বিকেএসপি-থ্রি-তে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে দুই আন্ডারডগের লড়াইয়ে রূপগঞ্জ টাইগার্স শেষ হাসি হেসেছে। বৃষ্টি আইনে জিতেছে ৫ রানে। 

টসে জিতে ব্যাটিংয়ে নেমে শামছুর রহমান শুভ'র সেঞ্চুরি (৯৩ বলে ৪ চার, ৮ ছক্কায় ১০৬) এবং আবদুল্লাহ আল মামুনের ৯২ বলে ৮১ রানে রূপগঞ্জ টাইগার্স ২৯৭/৮ স্কোর করে। নাইমুরের বলে ছক্কা মেরে লিস্ট  'এ' ক্যারিয়ারে ৫ম সেঞ্চুরি উদযাপন করেছেন এদিন সামছুর রহমান শুভ। সিটি ক্লাবের ইরফান (৩/৫৬) ও সোহেল রানা (৩/৫৯) তিনটি করে উইকেট পেয়েছেন। 

জবাবে সিটি ক্লাবের স্কোর যখন ২৯ ওভারে ১৪৮/৪, তখন বৃষ্টি নামলে পরিবর্তিত টার্গেট নির্ধারিত হয়। ৪১ ওভারে ২৬৬ রানের এই টার্গেট পাড়ি দিতে পারেননি সিটি ক্লাব। আরাফাত সানি জুনিয়র (৪/৩২) এবং আবদুল্লাহ আল মামুনের (২/৪৮) বোলিংয়ে ৪১ ওভারে ২৬০/৮-এ থামে সিটি ক্লাব। সিটি ক্লাবের শাহরিয়ার কোমল ৭৬ বলে ৬৫ রান করেছেন।

রূপগঞ্জ টাইগার্সের এটি ১০ম ম্যাচে ২য় জয়। সিটি ক্লাবের ৮ম হার।   

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন