রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ , ১১ জিলকদ ১৪৪৫

খেলা

না ফেরার দেশে আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জয়ী কোচ

ক্রীড়া ডেস্ক মে ৬, ২০২৪, ১১:০৫:৩৭

99
  • ছবি: ইন্টারনেট

দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন লোকচক্ষুর অন্তরালে্ও ছিলেন দীর্ঘদিন। এবার আর্জেন্টিনাকে প্রথম ফুটবল বিশ্বকাপ জেতানো কোচ সেই সিজার লুইস মেনত্তি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। এক বিবৃতিতে মেনত্তির মৃত্যুর খবর জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। 

সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে মেনত্তির মৃত্যুর খবর জানিয়ে এএফএ লিখেছে, ‘আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন অত্যন্ত শোকের সঙ্গে বর্তমান জাতীয় দলের পরিচালক ও আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লুইস সিজার মেনোত্তির মৃত্যুর খবর জানাচ্ছে। বিদায় প্রিয় ফ্লাকো!’

মেনোত্তি খেলোয়াড়ি জীবনে স্ট্রাইকার হিসেবে খেলেছেন । সান্তোসের হয়ে ফুটবল সম্রাট পেলের সঙ্গেও খেলেছেন তিনি। অবসরের  পর বার্সেলোনা, ইতালি, মেক্সিকো, উরুগুয়ে ও আর্জেন্টিনাকে কোচিং করান। ১৯৭৪ সালে আর্জেন্টিনাকে কোচিংয়ের দায়িত্ব পান তিনি। একই বছর ১৭ বছর বয়সী বিষ্ময়বালক ডিয়েগো ম্যারাডোনাকে বিশ্বকাপ দলে না রেখে বেশ সমালোচনার মুখে পড়েন। অবশ্য তার কোচিংয়েই নেদারল্যান্ডসকে হারিয়ে সেবার প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পায় আর্জেন্টিনা। 

পরের বছর আর্জেন্টিনাকে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জেতান মেনত্তি। অবশ্য সেই আসরে ম্যারাডোনাকে স্কোয়াডে রেখেছিলেন তিনি।  ১৯৮২ সালে স্পেন বিশ্বকাপে মেনত্তির রাজত্ব শেষ হয়। সেবার ব্রাজিলের কাছে হেরে দ্বিতীয় রাউন্ড থেকেই বাদ পরে আর্জেন্টিনা।

তবে আর্জেন্টাইন ফুটবলপ্রেমীদের হৃদয়ে মেনত্তি আরও একটি কারণে স্মরণীয় হয়ে থাকবেন। মেনোত্তির হাত ধরেই সহিংসতাপূর্ণ খেলার কুখ্যাতি থেকে সরে এসে রোমান্টিক ধাঁচের ফুটবল খেলে সমর্থকদের মন জিতেছে আর্জেন্টিনা।

মেনত্তির মৃত্যুতে শোক প্রকাশ করে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক লিওনেল মেসি লিখেছেন, ‘আর্জেন্টিনার ফুটবলের অন্যতম গ্রেট আমাদের ছেড়ে চলে গেছেন। তাঁর পরিবার এবং প্রিয়জনদের প্রতি সমবেদনা। শান্তিতে ঘুমান।’

আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি ইনস্টাগ্রামে শোক প্রকাশ করে লিখেছেন, ‘ফুটবলের একজন শিক্ষক আমাদের ছেড়ে চলে গেলেন। সেই সব স্নেহ সঞ্চারক কথার জন্য ধন্যবাদ, যার মাধ্যমে আপনি আমাদের মনে ছাপ রেখে গেছেন। চিরকাল হৃদয়ে থাকবেন প্রিয়।’

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন