শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ , ২৪ শাওয়াল ১৪৪৫

খেলা

১৬০০ মিটার দৌড়ালেন মাহমুদউল্লাহ-শান্তরা

ক্রীড়া ডেস্ক এপ্রিল ২০, ২০২৪, ১০:৩৭:৩৯

120
  • ছবি: ইন্টারনেট

সামনেই ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ। এখনও অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দল ঘোষণা করেনি। তার আগে অবশ্য ক্রিকেটারদের ফিটনেস পরখ করছে টিম ম্যানেজমেন্ট। এরই অংশ হিসেবে শনিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৬০০ মিটার দৌড়েছেন জাতীয় দলের বিবেচনায় থাকা প্রায় ৩৫ ক্রিকেটার। 

শনিবার ১৬০০ মিটার দৌড়ে অবশ্য অংশ নেননি তামিম ইকবাল, সাকিব আল হাসান, তাসকিন আহমেদের মতো তারকারা। সাকিব দেশের বাইরে আছেন। তাসকিন ডিপিএলে টানা ম্যাচ খেলায় বাড়তি ঝুঁকি নেননি। তাছাড়া চোটের কারণে ছিলেন না সৌম্য সরকার।

যেকোন সিরিজের আগেই ক্রিকেটারদের দৌড়ানোর নিয়ম নতুন নয়। তবে যেটা তারা এতোদিন করত মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। সেটা এবার অবশ্য তারা করলেন বঙ্গবন্ধু স্টেডিয়ামে। কারণ শেরে-ই-বাংলা স্টেডিয়ামে টানা খেলা থাকার কারণে মাঠের ঘাস বড় হয়েছে, মাঠও হয়েছে ভারী। তাই স্বাভাবিকভাবে সেখানে দৌড়ানো ক্রিকেটারদের জন্য কষ্টের। তাই বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিকস ট্র্যাককে বেছে নিয়েছে বিসিবি।

টাইগারদের নতুন ট্রেইনার ন্যাথান কিলি চেয়েছেন এ রকম একটা জায়গায় ক্রিকেটারদের স্প্রিন্ট দেখে কার ফিটনেসের কী অবস্থা বুঝতে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রস্তুতির প্রথম পর্ব সেরে আবারও মিরপুর শের-ই-বাংলায় ফিরে যাবেন ক্রিকেটাররা। সেখানে হবে প্রস্তুতির বাকি অংশ।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন