মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১ , ২১ রজব ১৪৪৬

অন্যান্য
  >
করোনাভাইরাস

দেশে এক মাস পর করোনায় একজনের মৃত্যু

নিউজজি ডেস্ক ১৮ এপ্রিল , ২০২৪, ২০:১৮:১১

  • দেশে এক মাস পর করোনায় একজনের মৃত্যু

ঢাকা: দেশে এক মাস পর করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। করোনায় মারা যাওয়া এই ব্যক্তি ঢাকার বাসিন্দা। সর্বশেষ গত ১৯ মার্চ করোনায় একজনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে চলতি বছর করোনায় ১৭ জনের মৃত্যু হলো। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। ১৬ জনের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে শনাক্ত হয়েছেন ১৫ জন। আর বাকিজন কক্সবাজারে। এ সময় করোনা সন্দেহে ৩৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। রোগী শনাক্তের হার ৪ দশমিক ১৫।

দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৪৯ হাজার ৮০০ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ লাখ ১৭ হাজার ২৬৯ জন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৯৪ জন।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন