রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ , ১১ জিলকদ ১৪৪৫

বিদেশ

সৌদিতে রেস্টুরেন্টের খাবার খেয়ে হাসপাতালে ভর্তি ৭৫, মৃত্যু ১

নিউজজি ডেস্ক ৬ মে , ২০২৪, ১৭:০৩:০২

63
  • ছবি-ইন্টারনেট

ঢাকা: সৌদি আরবের রিয়াদে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এতে আরও ৭৫ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

কোন প্রতিষ্ঠানের খাবার খেয়ে এমন ঘটনা ঘটেছে তা জানায়নি সৌদির স্বাস্থ্যমন্ত্রণালয়। তবে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে- গত সপ্তাহে সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি জনপ্রিয় রেস্টুরেন্টের বার্গার খেয়ে এ ঘটনা ঘটে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আহতদের মধ্যে ৬৯ জন সৌদি আরবের এবং ৯ জন অন্য দেশের। রেস্টুরেন্টের খাবার খাওয়ার পর তারা ডায়রিয়ায় আক্রান্ত হয়।

মন্ত্রণালয় জানিয়েছে, অসুস্থদের মধ্যে ৪৩ জনের অবস্থার উন্নতি হওয়ায় তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ১১ জনের চিকিৎসা চলছে এবং বাকী ২০ জনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।

এ ঘটনায় জড়িত প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালানোর ঘোষণা দিয়েছে স্বাস্থ্য দপ্তরের কর্তৃপক্ষ। সূত্র: আল আরাবিয়া

নিউজজি/এস দত্ত

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন