শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ , ১০ জিলকদ ১৪৪৫

বিদেশ

মিয়ানমার বর্ডার গার্ডের আরেকটি হেডকোয়ার্টারের পতন

নিউজজি ডেস্ক ৫ মে , ২০২৪, ১৩:৫০:৪৪

51
  • মিয়ানমার বর্ডার গার্ডের আরেকটি হেডকোয়ার্টারের পতন

ঢাকা: বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের সেনা সরকারের একটি বর্ডার গার্ড হেডকোয়ার্টার দখল করেছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। রাখাইন রাজ্যের উত্তর মংডু শহরের হেডকোয়ার্টার দখলের সময় সামরিক বাহিনীর ৫০ সেনা সদস্য আরাকান আর্মির কাছে আত্মসমর্পণ করেছে। 

এর আগে কি কান পাইন বর্ডার গার্ড পুলিশ সদর দপ্তর আক্রমণ করেছিল আরাকান আর্মি। সেটা প্রতিহত করেছিল জান্তা পুলিশ ও সৈন্যরা। 

আরাকান আর্মির একটি সূত্র জানায়, কি কান পাইন গ্রামটি মংডু থেকে ১২ কিলোমিটার উত্তরে। ঘাঁটি পতনের আগে সামরিক সরকার তাদের কমান্ডারদের হেলিকপ্টারে করে সরিয়ে নিয়েছিল। 

একজন বাসিন্দা বলেছেন, জান্তা এখনো শহরে অন্যান্য ফাঁড়ি ধরে রেখেছে। রাখাইন মিডিয়া জানিয়েছে, প্রায় ৫০ জন সামরিক সেনা আরাকান আর্মির কাছে আত্মসমর্পণ করেছে। 

বাসিন্দারা জানিয়েছেন, কিছু জান্তা সৈন্য বাংলাদেশে পালিয়ে গেছে এবং সরকার শুক্র ও শনিবার মংডু, বুথিডাং এবং পাউকতাউ শহরে বারবার বিমান ও কামান হামলা চালিয়েছে। 

আরাকান আর্মি বুথিডাং, মংডু এবং অ্যানের জান্তা ঘাঁটিতে আক্রমণ চালাচ্ছে। এছাড়াও, সিত্তওয়ে এবং কিয়াউকফিউতে বড় আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে। গত কয়েক মাসের লড়াইয়ে আরাকান আর্মি দক্ষিণ চিন রাজ্যের নয়টি রাখাইন শহর এবং পালেতওয়া শহর দখল করেছে।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন