মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ , ১৩ জিলকদ ১৪৪৫

বিদেশ

‘ভারত হচ্ছে পরাশক্তি, আর আমরা করছি ভিক্ষা’

নিউজজি ডেস্ক ৩০ এপ্রিল , ২০২৪, ১২:৪০:১১

56
  • ছবি: সংগৃহীত

ঢাকা: ভারত ও পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতির একটি তুলনা টানলেন পাকিস্তানের বিরোধীদলীয় নেতা মাওলানা ফজলুর রেহমান। সোমবার দেশটির পার্লামেন্টে উদ্বোধনী বক্তৃতায় তিনি বলেন, প্রতিবেশী দেশ বিশ্বের অন্যতম পরাশক্তি হওয়ার স্বপ্ন দেখছে। আর পাকিস্তান এখন দেউলিয়া হওয়ার পথে।

ইন্ডিয়া টুডে বলছে, সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের সমালোচনাও করেছেন বিরোধীদলীয় নেতা মাওলানা ফজলুর রেহমান। তবে, তিনি দেশটির দেউলিয়া হওয়ার শঙ্কা আগে প্রকাশ করেন।

মাওলানা ফজলুর রেহমান বলেন, ‘ভারত ও পাকিস্তান—দুই দেশই ১৯৪৭ সালে স্বাধীন হয়। আজ ভারত বিশ্বের পরাশক্তি হওয়ার স্বপ্ন দেখে। আর আমরা দেউলিয়া না হওয়ার জন্য ভিক্ষা করছি। এজন্য কে দায়ী?’

এ সময় পাকিস্তানের রাজনৈতিক দল জমিয়ত উলেমা–ই–ইসলাম পাকিস্তানের প্রধান ফজলুর রেহমান বলেন, ‘এত বড় নির্বাচন হলো, তাতে কর্তৃপক্ষের কোনো কাজই ছিল না। এটা কেমন নির্বাচন হলো? এখানে হেরে যাওয়ারাও খুশি নয়, জয়ীরাও হতাশ।’

পাকিস্তানের বড় বড় সিদ্ধান্ত কারা নেয়? এ নিয়ে মোটামুটি সবাই জানেন। কিন্ত দেশটির কোনো নেতা সরাসরি বলতে চান না। মাওলানা ফজলুর রহমান এ ব্যাপারে বলেন, ‘দেয়ালের পেছনে রয়েছে আসল ক্ষমতা, যারা আমাদের নিয়ন্ত্রণ করছে। আমরা শুধু হাতের পুতুল মাত্র।’

মাওলানা ফজলুর রহমান বলেন, ‘প্রাসাদে বসে সরকার গঠন করা হচ্ছে। আমলারা বসে ঠিক করেন কাকে প্রধানমন্ত্রী করা যায়, কার সঙ্গে সমঝোতা করা যায়। বাইরের মানুষ এসে আর কতবার আইনপ্রণেতা ঠিক করে দিয়ে যাবেন?’

নিউজজি/এস দত্ত

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন