মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ , ১৩ জিলকদ ১৪৪৫

বিদেশ

ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৩৪

নিউজজি ডেস্ক ৩০ এপ্রিল , ২০২৪, ১২:২১:৩৬

58
  • ছবি: ইন্টারনেট

ঢাকা: ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় নুসিরাত শরণার্থীশিবিরে তিনজন এবং গাজা শহরে দুইজন নিহত হয়েছে। ফলে সোমবার (২৯ এপ্রিল) গাজায় নিহতের সংখ্যা কমপক্ষে ৩৪ জনে পৌঁছেছে। ওয়াফা নিউজ এজেন্সি এ খবর জানিয়েছে। এ নিয়ে গাজায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৪৮৮ জনে।

সোমবার (২৯ এপ্রিল) নিয়মিত আপডেটে এ তথ্য জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানায়, গাজায় ইসরায়েলিদের হামলা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৭৭ হাজার ৬৪৩ জন আহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় আহত হয়েছেন ৬৮ জন।

গত বছরের ৭ অক্টোবর দখলদার ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। ওই হামলার পরপরই গাজায় হামলা চালাতে শুরু করে ইসরায়েলি সেনারা। তাদের হামলায় ছোট্ট এ উপত্যকায় ৩৪ হাজারের বেশি মানুষ নিহত হওয়ার পাশাপাশি হাজার হাজার ঘর-বাড়ি ধ্বংস হয়ে গেছে। সূত্র : আলজাজিরা।

নিউজজি/এস দত্ত/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন