বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ , ২৩ শাওয়াল ১৪৪৫

বিদেশ

জেলেনস্কিকে হত্যার পরিকল্পনায় জড়িত অভিযোগে পোলিশ নাগরিক গ্রেপ্তার

নিউজজি ডেস্ক ১৯ এপ্রিল , ২০২৪, ১৩:০৭:৪১

70
  • ছবি-ইন্টারনেট

ঢাকা: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে এক পোলিশ নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৯ এপ্রিল) পোল্যান্ডে সন্দেহভাজন ওই ব্যক্তি গ্রেপ্তার করা হয়। পোলিশ এবং ইউক্রেনীয় প্রসিকিউটররা জানিয়েছেন, রুশ গোয়েন্দা সংস্থাকে বিমানবন্দরের নিরাপত্তা বিষয়ক তথ্য দেয়ার জন্য প্রস্তুত ছিলে তিনি। খবর দ্য গার্ডিয়ান

এক বিবৃতিতে অভিযুক্ত ওই ব্যক্তিকে শুধু পাওয়েল নামের সম্বোধন করেছে পোল্যান্ডের জাতীয় প্রসিকিউটরের কার্যালয়। তবে বিবৃতিতে ওই ব্যক্তির বিষয়ে আরও বিস্তারিত কোনও তথ্য জানানো হয়নি।

অভিযুক্ত ওই ব্যক্তি ইউক্রেন-রাশিয়া যুদ্ধে সরাসরিভাবে জড়িত রুশ গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিলেন। তাদেরকে ইউক্রেনের সীমান্তবর্তী দক্ষিণ-পূর্ব পোল্যান্ডের রজেসো-জাসিওনকা বিমানবন্দর সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে প্রস্তুত ছিলেন।

ইউক্রেনে আন্তর্জাতিক সামরিক এবং মানবিক সহায়তা সরবরাহের প্রবেশদ্বার এই বিমানবন্দর। এটি মার্কিন সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে। এই বিমানবন্দ ইউক্রেনের ভেতরে ও ইউক্রেনের বাইরে ভ্রমণকারী আন্তর্জাতিক নেতা ও সাহায্য কর্মীদের সেবা দিয়ে থাকে। জেলেনস্কিও প্রায়ই এই বিমানবন্দর ব্যবহার করে থাকেন।

বিবৃতিতে আরও বলা হয়, অভিযুক্ত ওই ব্যক্তি দোষী সাব্যস্ত হলে তার আট বছরের কারাদণ্ড হতে পারে।

২০২২ সালে ইউক্রেনে সর্বাত্মক হামলা শুরু করে রুশ বাহিনী। এর পর থেকে এখন পর্যন্ত রাশিয়ার জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগে রুশ-স্প্যানিশ দ্বৈত নাগরিকসহ বেশ কয়েকজনকে পোল্যান্ডে গ্রেপ্তার করা হয়।

দুই বছরেরও বেশি সময় ধরে চলমান এই যুদ্ধে প্রতিবেশী দেশ ইউক্রেন এবং দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কিকে ব্যাপক সমর্থন দিয়ে আসছে পোল্যান্ড।

নিউজজি/এস দত্ত

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন