শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ , ৯ জিলকদ ১৪৪৫

খেলা
  >
ক্রিকেট

কোকের বোতল সরিয়ে দিলেন রাজা

স্পোর্টস রিপোর্টার ২ মে , ২০২৪, ২২:৩৯:৪১

194
  • কোকা-কোলার বোতল সরিয়ে সংবাদ সম্মেলনে সিকান্দার রাজা। ছবি-বিসিবি

গাজায় নির্বিচারে ফিলিস্তিনীদের উপর ইসরাইলী হানাদারদের হত্যাযজ্ঞের প্রতিবাদ উঠেছে সারা বিশ্বে। যুক্তরাষ্ট্র সহ উন্নত বহু রাষ্ট্রে নামকরা বিশ্ববিদ্যালয়সমূহে প্রতিবাদের ঝড় বইছে।

নীরিহ ফিলিস্তিনী জনগনের উপর বর্বরোচিত হামলায় ইসরাইলের পন্য বর্জনের ডাক উঠেছে সর্বত্র। আপাদমস্তক ধার্মিক সিকান্দার রাজাও ইসরায়েলের পন্য মানসিকভাবে বর্জন করেছেন।

তার একটা ছবি ফুটে উঠেছে বৃহস্পতিবার চট্টগ্রামে। বাংলাদেশ-জিম্বাবুয়ে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সংবাদ সম্মেলনের শুরুতে বিসিবির ড্রিকিং পার্টনার কোকা কোলা রাখা হয়েছিল টেবিলের উপর।

ইসরায়েলের পন্য কোকা-কোলা দেখে একটু বিরক্তই হয়েছেন সিকান্দার রাজা।

সংবাদ সম্মেলনে আসা সিকান্দার রাজা চেয়ারে বসে যখন মাইক্রোফোনের দুই পাশে দুটি কোকা-কোলার বোতল দেখেছেন, তখন প্রতিবাদের ভাষা হিসেবে কোকা-কোলার বোতল নিজ হাতে দিয়েছেন সরিয়ে। ডান পাশে থাকা কোকা-কোলার বোতল দুরে সরিয়ে দিয়েছেন। বাঁ পাশের বোতলটি শুধু সরিয়েই ফেলেননি, টেবিলের নিচে রেখে দিয়েছেন! কাউকে কিছু বুঝে ওঠার আগে এমন প্রতিবাদ জানিয়েছেন তিনি।

হাশিম আমলা যখন দক্ষিণ আফ্রিকার হয়ে নিয়মিত প্রতিনিধিত্ব করেছেন, তখন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অফিসিয়াল স্পন্সর মদে'র লোগো কখনো জার্সিতে লাগাতে দেননি। তবে ইসলাইলি পন্য ক্যামেরার সামনে থেকে সরিয়ে ফেলার এমন দৃষ্টান্ত আন্তর্জাতিক ক্রিকেটে সবার আগে স্থাপন করেছেন সিকান্দার রাজা। 

২০২০ সালে ইউরো চ্যাম্পিয়নশিপে প্রাক ম্যাচ সংবাদ সম্মেলনে কোকা-কোলার বোতল টেবিল থেকে সরিয়ে আলোচনায় এসেছিলেন ৫বারের ফিফা বর্ষসেরা ক্রিস্টিয়ানো রোনাল্ডো। সেই দৃষ্টান্তকেই অনুসরণ করেছেন সিকান্দার রাজা।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন