শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ , ৯ জিলকদ ১৪৪৫

খেলা
  >
ক্রিকেট

দুই ম্যাচ হাতে রেখে ভারতের সিরিজ জয়

স্পোর্টস রিপোর্টার ২ মে , ২০২৪, ১৯:২৮:২৫

82
  • ম্যাচ উইনার ভারতের দুই ওপেনার। ছবি-বিসিবি

বাংলাদেশ  নারী দল :১১৭/৮ (২০.০ ওভারে)

ভারত নারী দল : ১১৮/৩ (১৮.৩ ওভারে)

ফল : বাংলাদেশ নারী দল ৭ উইকেটে পরাজিত।

প্লেয়ার অব দ্য ম্যাচ : শেফালি ভার্মা (ভারত নারী দল)।

১০ মাস আগে ভারত নারী ক্রিকেট দলকে হোম সিরিজে কি ঝাঁকুনিই না দিয়েছিল বাংলাদেশের মেয়েরা। ওয়ানডে সিরিজ ১-১ এ ড্র করে টি-টোয়েন্টিতে হেরেছে ২-১এ।

ফিরতি দ্বি-পাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে সেই ভারতের কাছেই বড্ড অসহায় দেখাচ্ছে বাংলাদেশ নারী দলকে। সিলেটে সিরিজের তৃতীয় ম্যাচে ৭ উইকেটে জিতে ২ ম্যাচ হাতে রেখে সিরিজের ট্রফি নিশ্চিত করেছে ভারত নারী দল। 

অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি বাদ দিলে (১২৬/৪) অন্য দুটি ম্যাচে ব্যাটিংয়ে (১০৩/৯ ও ৭৮/১০) হতাশ করেছে বাংলাদেশের মেয়েরা। ভারত নারী দলের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে ওঠার প্রত্যয় ছিল বাংলাদেশ নারী দলের।

তবে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচে ব্যাটিং ব্যর্থতা থেকে বেরিয়ে আসতে পারেনি বাংলাদেশ নারী দল। প্রথম ম্যাচে ভারতের ১৪৫/৭-এর জবাবে বাংলাদেশ থেমেছে ১০১/১০-এ।

দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে স্কোর টেনে নিতে পেরেছে ১১৯/১০ পর্যন্ত। সিলেটে সিরিজের তৃতীয় ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ নারী দল করেছে ১১৭/৮।

ব্যাটারদের এই ব্যর্থতাতেই আর একটি বড় হারের লজ্জা পেয়েছে বাংলাদেশ নারী দল। ৯ বল হাতে রেখে ৭ উইকেটে জিতে সিরিজের ট্রফি নিশ্চিত করেছে ভারত নারী দল।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে ব্যাটিং পাওয়ার প্লে-তে ৪৪/০ স্কোরে বড় পুঁজির আবহ ছিল বাংলাদেশের। তবে এর পর ছন্দহীন ব্যাটিং করেছে মেয়েরা। দ্বিতীয় পাওয়ার প্লে-এর ৯ ওভারে স্কোরকার্ডে ৪৫ উঠতে হারিয়েছে বাংলাদেশ ৪ উইকেট। শেষ পাওয়ার প্লে-এর ব্যাটিংটা একটু বেশিই হতাশ করেছে। শেষ ৩০ বলে ২৮ রানে হারিয়েছে বাংলাদেশ ৪ উইকেট।

স্ট্রাইক রেটের দিকে তাকিয়ে টি-টোয়েন্টি মেজাজে ব্যাট করেছেন শুধু ওপেনার দিলারা (২৭ বলে ৫ বাউন্ডারিতে ৩৯)। প্রথম উইকেট জুটির ৪০ বলে ৪৬ রানে নেতৃত্ব দিয়েছেন তিনি। পেসার রেনুকা সিংয়ের বলে ডাউন দ্য উইকেটে খেলতে যেয়ে গ্লাভসের ছোঁয়া খেয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন। 

তবে এর পর অন্য কোনো ব্যাটার অনুসরণ করতে পারেননি তাকে। বাঁ স্পিনার রাধা যাদবের বলে ডাউন দ্য উইকেটে খেলতে যেয়ে এলবিডাব্লুতে থেমেছেন জ্যোতি। তবে ৩৬ বলে ২৮ রানের ইনিংস শেষে আউটটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন জ্যোতি। ভারত নারী দলের বোলারদের মধ্যে রাধা যাদব পেয়েছেন ২টি উইকেট (২/২১)।

১১৮ রানের চ্যালেঞ্জটা সহজ করেছে ভারত নারী দল ওপেনিং পার্টনারশিপে শেফালি ভার্মা- স্মৃতি মান্ধনার ৭৩ বলে ৯১ রানের পার্টনারশিপ। পেসার রিতু মনি'র বলে স্ট্রেইট খেলতে যেয়ে শেফালি ভার্মা রিটার্ন ক্যাচ দেয়ার আগে করেছেন হাফ সেঞ্চুরি (৩৮ বলে ৮ বাউন্ডারিতে ৫১)।

ফিফটি হাতছাড়া করেছেন স্মৃতি মান্ধনা। বাঁ হাতি স্পিনার নাহিদার ডাউন দ্য লেগ ডেলিভারি খেলতে যেয়ে স্কোয়ার লেগে দিয়েছেন ক্যাচ (৪২ বলে ৫ চার, ১ ছক্বায় ৪৭)। ৯১ থেকে ১১০-এই ১৯ রানে ভারতের ৩ উইকেট ফেলে দেয়াটাই বাংলাদেশ নারী দলের যা কিছু সান্ত্বনা।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন