রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ , ১১ জিলকদ ১৪৪৫

খেলা

যুক্তরাষ্ট্রের গরমের সাথে মানিয়ে নিতে আগে ফিল্ডিং করেছে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার মে ৬, ২০২৪, ০১:০৬:৫৪

158
  • সংবাদ সম্মেলনে রিশাদ। ছবি-বিসিবির ভিডিও থেকে নেয়া

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে খুব সহজে জিততে পারেনি বাংলােদেশ দল। ১৩৯ রান তাড়া করতে যেয়ে বাংলাদেশ দল জিতেছে ৯ বল হাতে রেখে।

বাংলাদেশ টপ অর্ডাররা এই ম্যাচেও স্ট্রাইক রেটের দিকে মনযোগ দিয়ে ব্যাটিং করেনি। উইকেটের কারণেই কী এমনটা হয়েছে ? এটাই প্রশ্ন। তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লেগ স্পিনার রিশাদ বলেছেন অন্য কথা-‘সবাই কনফিডেন্স ছিল। হয়তবা রান কম হয়েছে তাই এমন মনে হয়েছে।’

বাংলাদেশ দলের সমস্যা ব্যাটিংয়ে। কিন্তু টসে জিতে পর পর দুই ম্যাচে বাংলাদেশ অধিনায়ক নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। এর পেছনে কারণ একটাই, যুক্তরাষ্ট্রে গরম আবহাওয়ার সাথে খাপ খাওয়ানো-‘ব্যাটিং,বোলিং যেটাই হোক, কোনো সমস্যা নেই। আমার মনে হয় বিশ্বকাপের প্রথম দিকে গরম থাকবে। তাই আমরা চেষ্টা করছি ওই কন্ডিশনের সঙ্গে অভ্যস্ত হতে।’

ওপেনার লিটন ফর্মে ফিরতে পারছেন না। স্ট্রাইক রেটও তার ভাল নয়। লাইফ পেয়েও ইনিংস ক্যারি করতে পারেননি। তবে এ নিয়ে সমস্যার তেমন কিছু দেখছেন না রিশাদ-‘লাইফ পেলে ক্যারি করতে চায়। উনি ও চেয়েছেন, হয়ত হয় নাই। ’

মাহমুদউল্লাহ এবং হৃদয় ছাড়া অন্য কোনো ব্যাটারের স্ট্রাইক রেট দ্বিতীয় ম্যাচে বলার মতো নয়। টি-টোয়েন্টিতে টপ অর্ডারদের এমন স্ট্রাইক রেটের সমালোচনা করবে যে কেউ। তবে লক্ষ্য ছোট ছিল বলে ঝুঁকিপূর্ণ শট নেননি টপ অর্ডাররা। এমনটাই বলেছেন রিশাদ- ‘স্কোরবোর্ডে যেহেতু খুব বেশি রান ছিল না,  ১৪০ রান যেহেতু। তাই অতিরিক্ত ঝুঁকি নেওয়ার কিছু ছিল না। ওভারে ৭ সাড়ে ৭ করে রান নিলে হয়। তাই ক্যালকুলেটিভ হলেই হয়ে যাবে। বাড়তি কোন শট খেলার প্রয়োজন হয়নি। নরমালি প্রতি ওভারে একটা বাউন্ডারি আসেই।’

স্কোরশিটে ৪৪ উঠতে জিম্বাবুয়ের ৫ উইকেট ফেলে দেয়ার পর সেই দলটা স্কোর টেনে নিয়েছে ১৩৮/৭ পর্যন্ত। ইনিংসের মাঝে এক-দুইটা উইকেট নিতে পারলে জিম্বাবুয়েকে ১১৫-১২০-এর মধ্যে আটকে ফেলা যেতো বলে মনে করছেন রিশাদ-‘মাঝের ওভারে দেখবেন ওদের ৪-৫ উইকেট খুব দ্রুত পড়েছে। ওই জায়গায় যদি আমরা আরও ২-১টা উইকেট নিতে পারলে,  ওদের স্কোর ১৪০–এর জায়গায় ১১৫-১২০ হতো। এই জায়গাটায় আমাদের আরও ভালো করতে হবে।’

২-০-তে এগিয়ে থেকে পরের ম্যাচে সিরিজের ট্রফি নিশ্চিত করতে চায় বাংলাদেশ দল। সে বার্তাই দিয়ে গেছেন রিশাদ-‘আমরা সব সময় টিম হয়ে খেলতে চাই। জেতার জন্য নামি। নেক্সট ম্যাচ জিতে সিরিজটা নিতে চাই।।’

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন