রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ , ১১ জিলকদ ১৪৪৫

খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপ রঙীন করার স্বপ্ন বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার মে ৫, ২০২৪, ১৯:১৭:৫২

197
  • নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফিকে পাশে রেখে বিসিবি সভাপতি এবং আইসিসি সিইও'র পাশে বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ছবি-বিসিবি

 টি-টোয়েন্টি নারী বিশ্বকাপে বাংলাদেশের অভিষেক ২০১৪ সালে, ঘরের মাঠে। সেবার সালমার নেতৃত্বাধীন বাংলাদেশ নারী দল আয়ারল্যান্ডকে ১৭ রানে এবং শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়ে বৈশ্বিক আসরে দারুণ কিছুর আভাস দিয়েছিল। তবে অভিষেক আসরে ওই দুটি জয় ছাড়া পরবর্তী আসরগুলোতে শুধুই হতাশার গল্প। 

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পাঁচ আসরে ২১ ম্যাচে ২ জয়ের বিপরীতে ১৯ হার বাংলাদেশের। ১০ বছর পর ঘরের মাঠে ফিরেছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রতিপক্ষ ৪টি দলের মধ্যে কোয়ালিফাইয়ার-টু এখনও নির্ধারিত হয়নি। অন্য তিনটি প্রতিপক্ষ ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ। 

বাংলাদেশ দল গ্রুপ রাউন্ডের সবগুলো ম্যাচ খেলবে অভ্যস্ত ভেন্যু মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। সে কারণেই বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি সুস্থ থাকাটাকে গুরুত্ব দিচ্ছেন।

রোববার রাজধানীর একটি পাঁচতারা হোটেলে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সূচি ঘোষণা অনুষ্ঠানে বলেছেন তা-‘ যেহেতু ৪টা মাস এখনও বাকি। আমি নিজেও জানি না খেলতে পারব কি না। যদি আমি সুস্থ থাকি, আল্লাহ্‌ রহমত করেন, কোনো সমস্যা যদি না থাকে, তাহলে হয়তো খেলব। বাকিদের ক্ষেত্রেও তাই। সবার সুস্থ থাকা এ মুহূর্তে জরুরী।’

নিজেদের মাঠে বিশ্বকাপ খেলা সৌভাগ্যের ব্যাপার বলেও মনে করছেন জ্যোতি-‘প্রত্যেকটা ক্রিকেটারের একটা স্বপ্ন থাকে, নিজ দেশে বিশ্বকাপ খেলার। খুবই কমসংখ্যক ক্রিকেটার নিজ দেশে বিশ্বকাপ খেলতে পারে। আমি বলব যে, এখন যারা দলে আছি কম-বেশি এখান থেকেই হয়তো সবাই খেলবে। তারা অনেক বেশি সৌভাগ্যবান যে, বাংলাদেশের মাটিতে একটা বড় টুর্নামেন্টে নিজ দেশের প্রতিনিধিত্ব করবে।’

তবে হোমে বিশ্বকাপের মতো বড় আসর খেলতে নেমে যতোটা না রোমাঞ্চ থাকবে, তার চেয়ে বেশি টেনশন কাজ করবে বলেও জানিয়েছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক-‘রোমাঞ্চের চেয়ে আমি বলব যে, একটা টেনশনও কাজ করছে। কারণ ঘরের মাঠের দর্শক থাকবে। সবাই চাইবে, আমরা যেন ভালো করি।’

হোমে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ রাঙিয়ে দিতে চান অধিনায়ক জ্যোতি-‘আমরা যে সবশেষ বিশ্বকাপগুলো খেলেছি, ২০১৪ ছাড়া মনে হয় আর কোনো ম্যাচ জিততে পারিনি। তাই আমাদের মনোযোগ প্রথমেই থাকবে, আমরা যেন ম্যাচ জিততে পারি। সবাই যদি আমরা সেরাটা দিতে পারি, বাংলাদেশে বিশ্বকাপটা আমরা রঙিন করে রাখতে পারব।’

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন