শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ , ১০ জিলকদ ১৪৪৫

খেলা

রোনালদোর আরেকটি হ্যাটট্রিক, বড় জয় নাসরের

ক্রীড়া ডেস্ক মে ৫, ২০২৪, ১১:১৯:৪৬

75
  • ছবি: ইন্টারনেট

দারুণ ছন্দে থাকা ক্রিশ্চিয়ানো রোনালদো পেয়ে গেলেন আরেকটি হ্যাটট্রিকের দেখা। আল নাস্‌রের হয়ে সাত ম্যাচের মধ্যে তৃতীয় হ্যাটট্রিক করলেন পর্তুগিজ তারকা। বড় জয় পেল তার দল। 

শনিবার ঘরের মাঠে সৌদি প্রো লিগের ম্যাচে আল ওয়েহদাকে ৬-০ গোলে উড়িয়ে দেয় আল নাস্‌র। সৌদি প্রো লিগে ৩০ ম্যাচে ২৪ জয় ও ২ ড্রয়ে ৭৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আল নাস্‌র। তাদের চেয়ে অনেকটা ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে আল হিলাল। ২৯ ম্যাচে তাদের ৮৩ পয়েন্ট। 

ঘরের মাঠে রোনালদো শুরুতেই করেন গোল। ম্যাচের ৫ম মিনিটে প্রতিপক্ষ গোলরক্ষক বল ক্লিয়ার করার চেষ্টায় বক্সের বাইরে রোনালদো বরাবর শট করেন। পা দিয়ে বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন সাবেক রেয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।

দ্বাদশ মিনিটে সতীর্থের ক্রসে ছয় গজ বক্সের বাইরে লাফিয়ে হেডে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। এরপর অষ্টাদশ মিনিটে ওতাভিও ও ৪৫তম মিনিটে সাদিও মানের গোলে প্রথমার্ধেই ৪-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।

রোনালদো হ্যাটট্রিক পূর্ণ করেন ৫২তম মিনিটে। সতীর্থের থ্রু পাস বক্সে পেয়ে প্রথম স্পর্শে বাঁ পায়ের শটে গোলটি করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। আর ৮৮তম মিনিটে দলের ষষ্ঠ গোলটি করেন মোহাম্মদ আল-ফাতিল। লিগে গত মার্চ-এপ্রিল মিলিয়ে টানা দুই ম্যাচে রোনালদো হ্যাটট্রিক করেছিলেন আল তাই ও আবহার বিপক্ষে।

আল নাস্‌রের হয়ে সব মিলিয়ে তার হ্যাটট্রিক হলো ৬টি। আর গোটা ক্যারিয়ারে ৬৬টি। এর মধ্যে ৩০টি করেন তিনি বয়স ৩০ হওয়ার আগে। আর ৩০ বছরে পা রাখার পর করলেন ৩৬টি। 

এই মৌসুমে সৌদি প্রো লিগে ২৭ ম্যাচে ৩২ গোল নিয়ে সর্বোচ্চ স্কোরারের তালিকায় শীর্ষস্থান আরও সংহত করলেন ৩৯ বছর বয়সী রোনালদো। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে তার গোল হলো ৪০ ম্যাচে ৪১টি।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন