শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ , ১০ জিলকদ ১৪৪৫

খেলা

দুঃসময়ে লিটনের পাশে ব্যাটিং কোচ

স্পোর্টস রিপোর্টার মে ৪, ২০২৪, ২৩:৪৭:১৮

288
  • হতাশ লিটন। ছবি-ক্রিকবাজ

সর্বশেষ হোম সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে লিটন করেছেন ব্যাটিংয়ে হতাশ। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ০,৩৬,৭ এর পর ওডিআই সিরিজের প্রথম দুই ম্যাচে ০! এমন যাচ্ছেতাই পারফরমেন্সে সিরিজের শেষ ম্যাচের দলে হয়নি তার জায়গা।

ক্লাব ক্রিকেট খেলে ছন্দে ফিরে পুনরায় জাতীয় দলের জার্সিতে পারফর্ম করতে পারবেন বলে একটা ব্রেক দিয়েও লিটনকে ছন্দে ফেরানো যায়নি। শ্রীলঙ্কার বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজে করেছেন ২৫ও ০ এবং ৪ ও ৩৮।

ঈদ উল ফিতরের পর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ফিরে প্রাইম ব্যাংকের বিপক্ষে টেস্ট মেজাজে ৫৩ রানের হার না মানা ইনিংসের পর গাজী গ্রুপের বিপক্ষে ৩৩ রানের ইনিংস দেখে লিটনকে ফেরানো হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে।

কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দৃশ্যত কোনো উন্নতি দেখাতে পারেননি লিটন দাস। জিম্বাবুয়ে পেসার মুজারাবানির বলে বোল্ড হয়েছেন মাত্র ১ রানের মাথায়। 

বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হেম্প অবশ্য দুঃসময়ে লিটনের পাশে আছেন। লিটন প্রক্রিয়া মেনে কঠোর পরিশ্রম করছেন। এটাকেই গুরুত্বপূর্ণ মনে করছেন ব্যাটিং কোচ হেম্প-‘এটা ঠিক যে, সে হয়ত রান পাচ্ছে না।  কিন্তু নিজের খেলাটা নিয়ে অনেক পরিশ্রম করছে।  প্রতিনিয়ত ভালো করার চেষ্টা করছে।  ক্রিকেটাররা এমন সময়ের মধ্য দিয়ে যাবে কখনও তারা রান করবে কখনও আবার করতে পারবে না। এখন হয়ত সে ততোটা ধারাবাহিক নয়। তবে সে কঠোর পরিশ্রম করছে। এটাই বেশি গুরুত্বপূর্ণ।’

ইনিংসের শুরুতে লিটন আউট হয়েছেন, তার জন্য মুজারাবানির ডেলিভারিকে কৃতিত্ব দিয়েছেন হেম্প- ‘মুজারাবানির ভেতরে ঢোকা ডেলিভারিতে লিটন কাবু হয়েছে। নতুন বলে মুভমেন্ট বেশি থাকে। অনেক সময় এদিক-সেদিক করে। নতুন বলের চ্যালেঞ্জ থাকে।’ 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন