শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ , ১০ জিলকদ ১৪৪৫

খেলা

‘আইপিএলে রানবন্যার প্রভাব পড়বে না টি-টোয়েন্টি বিশ্বকাপে’

স্পোর্টস ডেস্ক মে ৪, ২০২৪, ১৮:০৫:০৯

189
  • কেকেআর-এর জার্সিতে মিচেল স্টার্ক। ছবি-ইন্টারনেট

আইপিএলের চলমান আসরে রানের বণ্যা দেখছে দর্শক। শুধু আড়াইশ প্লাস ইনিংসের সংখ্যা ৮টি। ম্যাচে দু'দলের রানের সমষ্টি ৫০০ ছাড়িয়েছে ৪ টি।

হয়ে যাওয়া ম্যাচগুলোর অধিকাংশই বোলারদের তুলোধুনো করেছে ব্যাটাররা। আন্তর্জাতিক ক্রিকেটে নামকরা ক্রিকেটারদের পর্যন্ত সমীহ করছে না উদীয়মান ব্যাটাররা। 

আইপিএলে ইমপ্যক্ট ক্রিকেটার আইন যুক্ত হওয়ায় প্রতিটি দলের ব্যাটিং গভীরতা বেড়ে যাওয়ায় এমনটা হচ্ছে বলে মনে করছেন সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে সময়ের সেরা পেসার অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক।

আগামী মাসে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে রানবণ্যা দেখা যাবে না বলে মনে করছেন স্টার্ক-‘আন্তর্জাতিক ক্রিকেটে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নেই। তাই ওখানে এত রান উঠবে কি না সেটা দেখতে হবে। আমার মনে হয় ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম না থাকার প্রভাব পড়বে। প্রথম একাদশে বাইরে থেকে এক জনকে যখন আনা যাবে না, তখন দলের ভারসাম্য বদলে যাবে। অলরাউন্ডারদের প্রয়োজন বাড়বে। অধিনায়কদের তখন ১১ জন ক্রিকেটারকে নিয়ে খেলতে হবে।’

আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি টাকায় বিক্রি হয়েছেন স্টার্ক। কেকেআর তাকে কিনেছে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে। তার প্রতিদান সেভাবে দিতে পারেননি স্টার্ক। চলমান মৌসুমে ৯ ম্যাচে ৩৩.০০ গড়ে স্টার্কের উইকেটের সমষ্টি ১১। ওভারপ্রতি রান খরচা করেছেন ১১.৪০। শুক্রবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে করেছেন চলমান আইপিএলে নিজের সেরা বোলিং (৪/৩৩)। 

তবে বৈশ্বিক আসর এলে অন্য এক স্টার্ক হাজির হন, অতীত থেকে তাই এবারও টনিক নিতে চান স্টার্ক। ৫০ ওভারের বিশ্বকাপে ২৮ ম্যাচে ১৯.২৯ গড়ে ৬৫ উইকেট শিকারী সর্বশেষ বিশ্বকাপের ফাইনালে ৩ উইকেট পেয়ে (৩/৫৫) ভারতের নীল ঢেউ দিয়েছেন স্তব্ধ করে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০ ম্যাচে ২৪.৪৪ গড়ে ২৭ উইকেট শিকারী স্টার্ক সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটের আসন্ন বৈশ্বিক আসরেও সে রূপে হাজির হতে চান। 

আইপিএলের চলমান আসরে ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে প্লে অফের দরজায় কড়া নাড়ছে স্টার্কের দল কেকেআর। কেকেআরকে ট্রফি জেতানোই এখন একমাত্র লক্ষ্য স্টার্কের-‘বিশ্বকাপ আগামী মাসে। এই মুহুর্তে, কেকেআরকে টুর্নামেন্ট জিততে সাহায্য করার চেষ্টা করছি।’

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন