শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ , ১৮ শাওয়াল ১৪৪৫

খেলা

‘শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত’

ক্রীড়া ডেস্ক মার্চ ২৮, ২০২৪, ১৩:২২:১২

133
  • ছবি: ইন্টারনেট

এক বছর পর টেস্টে ফিরলেন সাকিব আল হাসান। আগামী শনিবার চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে দেখা যাবে তাকে। তার আগে বৃহস্পতিবার একটি  চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ অলরাউন্ডার বলেন, শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দলের টেস্ট জেতা উচিত। 

গত বছর আগস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন সাকিব। লম্বা বিরতির পর টেস্ট ক্রিকেটে ফেরার আগে তিনি বলেছেন, ‘আশা তো সব সময় করি আমরা জিতব। কিন্তু টেস্ট ক্রিকেটে সব সময়ই আমরা স্ট্রাগল (ভোগান্তি) করেছি, আমাদের জন্য ডিফিকাল্ট (কঠিন)। কিন্তু আমি বিশ্বাস করি, আমাদের শ্রীলঙ্কার বিপক্ষে অনেক ভালো করা উচিত এবং টেস্ট ম্যাচ জেতা উচিত।’

টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তনের ম্যাচে কোন ব্যক্তিগত লক্ষ্য নেই বলে জানিয়েছেন সাকিব। সব সময় দলের জন্যই অবদান রেখেছেন, এবারও সেটাই চান তিনি,  ‘ব্যক্তিগত কোনো লক্ষ্য নেই। মনে হয় না ক্রিকেট যত দিন খেলেছি, কোনো ব্যক্তিগত লক্ষ্য বা অর্জনের দিকে আমার চোখ ছিল। সব সময় চেষ্টা করেছি, দলের জন্য কীভাবে অবদান রাখা যায়। দেশের হয়ে পারফর্ম করতে পারা, দেশের হয়ে প্রতিনিধিত্ব করাটা সব সময় গর্বের একটা বিষয়। স্বাভাবিকভাবেই টেস্ট দলে ফিরতে পেরে আমি আনন্দিত, একই সঙ্গে গর্বিত।’

চট্টগ্রাম টেস্টের আগে ঢাকা প্রিমিয়ার লিগে তিন ম্যাচ খেলেছেন সাকিব। বুধবার বিকেএসপিতে দলের জয়ে হয়েছেন ম্যাচ সেরা। বলা যায় প্রস্তুত হয়েই শ্রীলঙ্কার বিপক্ষে নামবেন তিনি। 

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১–০ ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ। আগামী ৩০ জুন চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে লঙ্কানদের মুখোমুখি টিম টাইগার্স। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন