মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ , ২১ শাওয়াল ১৪৪৫

অন্যান্য
  >
ইউক্রেন সংকট

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ৫০ হাজার রুশ সৈন্য নিহত

নিউজজি ডেস্ক ১৭ এপ্রিল , ২০২৪, ১২:১৪:৫৯

63
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ৫০ হাজার রুশ সৈন্য নিহত

ঢাকা: ইউক্রেনে রুশ সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এই পর্যন্ত ৫০ হাজার বেশি রাশিয়ার সৈন্য নিহত হয়েছে বলে জানিয়েছে  ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। এরপর থেকে বিবিসি রাশিয়ান, স্বাধীন মিডিয়া গ্রুপ মিডিয়াজোনা এবং স্বেচ্ছাসেবীরা মৃত্যুর সংখ্যা গণনা করছে। কবরস্থানে সৈন্যদের কবর, বিবিসির অফিসিয়াল রিপোর্ট, সংবাদপত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ওপেন সোর্স থেকে পাওয়া তথ্য এই পরিসংখ্যান তৈরিতে ব্যবহার করা হয়েছে।

তবে সৈন্য নিহতের সংখ্যা নিয়ে রাশিয়া কোনো মন্তব্য করতে রাজি হয়নি। বিবিসির বিশ্লেষণে পূর্ব ইউক্রেনে রুশ-অধিকৃত দোনেস্ক এবং লুহানস্কে মৃত্যুর সংখ্যা হিসাবে নেওয়া হয়নি। সেটি হিসাবে নিলে রাশিয়ার পক্ষে মৃতের সংখ্যা আরও বেশি হবে।

এদিকে, ইউক্রেন যুদ্ধক্ষেত্রে প্রাণহানির সংখ্যা নিয়ে তেমন মন্তব্য করে না। গত ফেব্রুয়ারিতে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, যুদ্ধে তাদের ৩১ হাজার সৈন্য নিহত হয়েছে। তবে মার্কিন গোয়েন্দা সূত্র বলছে, তাদের ধারণা এই সংখ্যা আরও বেশি।  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন