রবিবার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১ , ৪ জিলকদ ১৪৪৫

জীবনযাত্রা

সাতকরা দিয়ে গরুর মাংস ভুনা

নিউজজি ডেস্ক এপ্রিল ২৮, ২০২৪, ২০:০২:৪৮

77
  • সাতকরা দিয়ে গরুর মাংস ভুনা

ঢাকা: সিলেটের ঐতিহ্যবাহী লেবু জাতীয় ফল সাতকরা। সাতকরা দিয়ে মাছ, মাংসসহ নানা পদ রান্না করা যায়। তবে মাংস দিয়েই খুবই জনপ্রিয় সাতকরা। জেনে নিন সাতকরা দিয়ে গরুর মাংস ভুনার রেসিপি। 

উপকরণ

গরুর মাংস ১ কেজি, টুকরো করে কাটা সাতকরা ১টি, পেঁয়াজ কুচি ২ কাপ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, আদা বাটা ২ টেবিল চামচ, হলুদ ১/২ চা চামচ, মরিচ ২ চামচ, ধনিয়া ১ চা চামচ, গরম মশলা গুঁড়া ২ চা চামচ, জিরা বাটা ১ চা চামচ, তেজপাতা লবঙ্গ দারুচিনি কয়েক টুকরো, লবণ স্বাদমতো, তেল হাফ কাপ।

প্রণালী প্রস্তুতি:

প্রথমে সাতকরা ধুয়ে ছোট ছোট টুকরো করে নিন। গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে পানি ঝরান। এরপর হাঁড়ি গরম তেলে তেজপাতা, লবঙ্গ, দারুচিনি এবং পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভাজুন । পেঁয়াজ লাল করে ভাজা হলে একে একে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া, জিরা বাটা দিয়ে অল্প পানি দিয়ে মসলা কষিয়ে নিন।

মসলা সময় নিয়ে কষাতে হবে। এবার মাংস দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিন আরো ২০ মিনিট। এরপর সাতকরার টুকরো কষানো মাংসতে দিন। এক কাপ গরম পানি দিয়ে কম আঁচে রান্না করুন আরো ৪০ মিনিট। মাংস নরম হয়েছে কি না দেখুন। তেল উপরে উঠে আসলেই বুঝবেন রান্না হয়েছে। পোলাও কিংবা গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু সাতকরা গরুর মাংস ভুনা।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন