রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ , ১১ জিলকদ ১৪৪৫

ফিচার

কিংবদন্তি সুর স্রষ্টা তানসেনের প্রয়াণ দিবস আজ

নিউজজি ডেস্ক মে ৬, ২০২৪, ০১:২৪:৫৩

47
  • কিংবদন্তি সুর স্রষ্টা তানসেনের প্রয়াণ দিবস আজ

ঢাকা: বিশিষ্ট সঙ্গীতজ্ঞ, সঙ্গীত জগতের সম্রাট কিংবদন্তি সুর স্রষ্টা তানসেন। তার পুরো নাম রামতনু পাণ্ডে। মোঘল সম্রাট আকবর তাকে তানসেন উপাধিতে ভূষিত করেন। তানসেন নামের অর্থ যিনি সঙ্গীত দিয়ে হৃদয় দ্রবীভুত করেন। যিনি চাইলেই গান গেয়ে আগুন জ্বালিয়ে দিতে পারতেন, আবার গান গেয়েই নামাতে পারতেন আকাশ থেকে অঝর ধারার বৃষ্টি।

তানসেন শুধু বড় গায়কই ছিলেন না তিনি ছিলেন গীতিকার ও কবি। আধুনিক ধ্রুপদ সঙ্গীতের প্রবক্তা তানসেন কিছু রাগের নবরুপ দিয়েছিলেন সে সকল রাগ তার নামের সাথে আজও জড়িয়ে আছে। তাঁর মেঘমল্লার রাগের টানে বৃষ্টি নামত, দীপক রাগে ধরাতে পারতেন আগুন- যাঁর সুর নিয়ে এমন অলৌকিক বিশ্বাসও মনে ধারণ করেন কেউ কেউ, তিনি সুরসম্রাট মিয়া তানসেন।

দিল্লির বাদশাহ আকবরের সভাগায়ক ও নবরত্ন সভার শ্রেষ্ঠরত্ন ছিলেন তিনি। আসল নাম আতা আলী খাঁ। আতা আলীও সত্যিকারের নাম নয়। শৈশবে নাম ছিল রামতনু বা তন্না। জন্ম ভারতের গোয়ালিয়ার রাজ্যে আনুমানিক ১৫০৫ খ্রিস্টাব্দে হিন্দুর ঘরে। বাবা মুকুন্দ পাণ্ডের (কারো মতে মুকুন্দ মিস্ত্র) একমাত্র ছেলে ছিলেন তানসেন।

কথিত আছে, ধর্মান্তরিত এক মুসলমান মেয়েকে বিয়ে করার সূত্রে নামও বদলে যায়। বাল্যকালে সংগীতে দীক্ষা নেন বিখ্যাত ভক্তিসংগীত রচয়িতা, ধ্রুপদ গায়ক স্বামী হরিদাসের কাছে। ক্রমে তানসেনের সুপ্ত প্রতিভা বিকশিত হতে থাকে। সম্রাট আকবর তানসেনের অপূর্ব কণ্ঠ লহরীর কথা শুনে ডেকে পাঠান।

সংগীতজ্ঞ আকবর এক সভায় গানে মুগ্ধ হয়ে নিজের গলার বহু মূল্যবান কণ্ঠহার পরিয়ে দিলেন তানসেনের কণ্ঠে। অনেক সময় সম্রাট গভীর রাতে ছদ্মবেশে তানসেনের গান শুনতেন। তানসেন উপাধিটাও তাঁর দেওয়া।

তানসেন শুধু বড় গায়কই ছিলেন না, ছিলেন গীতিকার ও কবি। তানসেন কিছু রাগের নবরূপ দিয়েছিলেন। তাঁর নামে পরিচিত মিয়াকি দরবারি কানাড়া, মিয়াকি মল্লার, মিয়াকি তোড়ি রাগ সমান জনপ্রিয়।

সংগীতসাধক তানসেন ১৫৮৫ সালের ৬ মে (মতান্তরে ২৬ এপ্রিল) মারা গেলে গোয়ালিয়ার কাছে বেহাটে সমাধিস্থ হন। সমাধিস্থলে আজও প্রতিবছর তানসেন স্মরণে জাতীয় পর্যায়ে সংগীত উৎসব হয়। মতান্তরে তানসেনের জন্ম ১৪৯৬ ও মৃত্যু ১৫৮৯ সালে।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন