শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ , ২৫ শাওয়াল ১৪৪৫

দেশ
  >
জাতীয়

তাপদাহে অতীষ্ঠ নাগরিক জীবন

নিউজজি প্রতিবেদক ২০ এপ্রিল , ২০২৪, ১৬:৩৩:২১

72
  • ছবি: ফাইল

ঢাকা: তীব্র তাপদাহের কারণে দেশজুড়ে তিন দিনের হিট এলার্ট চলছে। প্রচন্ড গরমে অস্থির হয়ে উঠেছে জনজীবন। বাড়ছে অসুস্থতা। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়া এবং বেশি পরিমাণে বিশুদ্ধ পানি পান করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। জরুরি কাজে ঘরের বাইরে যাচ্ছেন তাদেরও বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলেছেন।

এদিকে, হিট এলার্টের মধ্যেই কাল থেকে খুলছে স্কুল। তবে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের অ্যাসেম্বলি বন্ধ ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণারয়।  বৈশাখের শুরু থেকেই কাঠফাটা রোদ আর ভ্যাপসা গরমে হাঁসফাস অবস্থা মানুষের। এক সপ্তাহ ধরেই চলছে তাপদাহ।

এই গরমে রাস্তাঘাটেও মানুষ তেমন বের হয়নি। প্রয়োজনে যারা বের হয়েছেন ক্লান্তি দূর করতে রাস্তার মোড়ে যেখানে ছায়া পাচ্ছেন সেখানেই বিশ্রাম নিচ্ছেন তারা। টিনের চালার ঘরে গরম যেন কয়েকগুণ বেশি। তাই অনেকেই ঘরের পুকুর পাড়ে গাছতলায় বা লেকের পাড়ে বাতাসে বসছেন।

আবহাওয়া অধিদপ্তর বলছে, তাপমাত্রা রোববার আরো বাড়তে পারে। ময়মনসিংহ ও সিলেটের দিকে স্থানীয়ভাবে সামান্য বৃষ্টি হতে পারে। তবে তার প্রভাবে তাপমাত্রায় তেমন হেরফের হবে না বলেও জানায় আবহাওয়া অফিস।

নিউজজি/এমএফ

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন