শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ , ১০ জিলকদ ১৪৪৫

দেশ

হেলিকপ্টার থেকে পানি ছিটানো হচ্ছে সুন্দরবনে

নিউজজি ডেস্ক ৫ মে, ২০২৪, ১৫:১৯:৪৬

61
  • হেলিকপ্টার থেকে পানি ছিটানো হচ্ছে সুন্দরবনে

ঢাকা: সুন্দরবনের আমোরবুনিয়া টহল ফাঁড়ির লতিফের ছিলা এলাকায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, কোস্টগার্ডের পর এবার যোগ দিয়েছে বাংলাদেশ বিমানবাহিনীর একটি দল। রোববার (৫ মে) দুপুর সাড়ে ১২টা থেকে বিমান বাহিনীর দলটি সুন্দরবনের ওই এলাকায় পানি ছিটানো শুরু করেছে। তাদের সহযোগিতা করছে ফায়ার সার্ভিস ও বাংলাদেশ কোস্টগার্ড।

শনিবার বিকেলে সুন্দরবনে আগুন লাগলেও তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণের কাজে নামতে পারেনি ফায়ার সার্ভিস। পরে রোববার ভোর থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তারা। তাদের সহযোগিতা করতে বন বিভাগ ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের পাশাপাশি যোগ দেয় কোস্টগার্ড ও নৌবাহিনীর দুটি আলাদা দল। সকাল থেকে দুই দফায় হেলিকপ্টারে করে ঘটনাস্থল পরিদর্শন করে বিমানবাহিনী।

মোরেলগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম তারেক সুলতান গণমাধ্যমকে বলেন, ‘আজ দুপুর সাড়ে ১২টা থেকে বিমানবাহিনী হেলিকপ্টারে করে পানি দেয়া শুরু করেছে। পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মীদের কাজ সহযোগিতা করছে বন বিভাগ, স্বেচ্ছাসেবক, নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধিসহ স্থানীয় লোকজন।’

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন