শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ , ১০ জিলকদ ১৪৪৫

দেশ

দ্বিতীয় বারের মত সাভার উপজেলার চেয়ারম্যান রাজীব

সাভার প্রতিনিধি ৫ মে, ২০২৪, ১১:৩৪:১৫

232
  • ছবি : নিউজজি

সাভার: দ্বিতীয় ধাপের নির্বাচনে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।

সাভার উপজেলা পরিষদের নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আমিনুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে তাকে চেয়ারম্যান ঘোষণা করা হয়। এনিয়ে দ্বিতীয়বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন রাজীব।

এই নির্বাচনে মঞ্জুরুল আলম রাজীব ও বাংলাদেশ তরিকত ফ্রন্টের চেয়ারম্যান মুফতি মো. মেহেদী হাসান বুলবুল মনোনয়ন জমা করেছিলেন। তবে ২৮ এপ্রিল ব্যক্তিগত কারণ দেখিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন বুলবুল।

সাভার উপজেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, উপজেলা পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী ২ জনের মধ্যে মেহেদী হাসান বুলবুল মনোনয়নপত্র প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বর্তমান চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।

এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমতিয়াজ উদ্দিন, ঢাকা জেলা উত্তর কৃষক লীগের সদস্য সচিব আহসান হাবীব, আশুলিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোশাররফ খান ও ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি সাইদুল ইসলাম।

এছাড়া সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও ঢাকা জেলা উত্তর মহিলা আওয়ামী লীগের সভাপতি ইয়াসমিন আক্তার সুমী, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য নাদিয়া নূর তনু, ঢাকা জেলা উত্তর যুব মহিলা লীগের সহসভাপতি মনিকা হাসান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আগামী ২১ মে অনুষ্ঠিত হবে সাভার উপজেলা পরিষদ নির্বাচন। চেয়াম্যান পদে নির্বাচন না হলেও ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান পদের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন