শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ , ১০ জিলকদ ১৪৪৫

দেশ

উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক না দেয়াকে ‘ফাঁদ’ বললেন মির্জা আব্বাস

নিউজজি প্রতিবেদক ৪ মে, ২০২৪, ১৯:১৩:২৫

70
  • ছবি: সংগৃহীত

ঢাকা: উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক না দেয়াকে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের আরেকটা ফাঁদ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির কেন্দ্রীয় নেতা ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবের মুক্তির দাবিতে হাবিবুর রশিদ হাবিব মুক্তি পরিষদ এই মানববন্ধনের আয়োজন করে।

মির্জা আব্বাস বলেন, ‘আরেকটা ফাঁদ পেতেছেন আমাদের আজকের সরকার। তা হচ্ছে উপজেলা নির্বাচন। এর আগে, জাতীয় নির্বাচনেও ফাঁদ পেতেছিল বিএনপিকে নির্বাচনে নেবেন কিন্তু বিএনপি সেই নির্বাচন প্রত্যাখান করেছে। যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে না সেই নির্বাচনের প্রয়োজন বাংলাদেশে নাই। রাজতন্ত্র কায়েম করতে পারেন, রাজতন্ত্র ঘোষণা দিতে পারেন কিন্তু নির্বাচনের কথা আপনাদের মুখে মানায় না।’

ক্ষমতাসীন আওয়ামী লীগ নিজ দলের প্রার্থীদের দাঁড়াতে দিচ্ছে না উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘বিএনপির প্রার্থী দাঁড়ালে কী দাঁড়াতো অবস্থাটা। আমাদের সিদ্ধান্ত (উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ না করার) সঠিক আছে, সঠিক থাকবে ইনশাল্লাহ।’

দেশে স্বৈরশাসন চলছে অভিযোগ করে মির্জা আব্বাস বলেন, ‘এটা তো নির্বাচিত সরকার নয়। সুতরাং এই সরকারকে উখাত করার দায়-দায়িত্ব বিএনপি বহন করে না। জনগণ যখন মনে করবে তখন লাথি দিয়ে সরকারকে ফেলে দেবে, সরকার থাকতে পারবে না।’

বিগত সেনাসমর্থিত ওয়ান ইলেভেন সরকারের ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারা কী হিসেবে জেলে ছিলেন প্রশ্ন করে আব্বাস বলেন, ‘আজকে বিএনপির নেতাকর্মীদের সম্পর্কে কী বলা হচ্ছে? ওই যে কাদের সাহেব (ওবায়দুল কাদের) বললেন, ‘‘কোনো রাজনৈতিক বন্দি জেলে নাই।’’ আমার খুব হাসি পায়, আপনি যখন ১/১১ জেলে ছিলেন কী চোর হিসেবে জেলে গিয়েছিলেন; না রাজনৈতিক বন্দি হিসেবে গিয়েছিলেন।’

সংগঠনের আহ্বায়ক এ এ জহির উদ্দিন তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়দেব জয়ের পরিচালনায় আরও বক্তব্য দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানি, যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না প্রমুখ।

নিউজজি/এস দত্ত

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন