শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ , ১০ জিলকদ ১৪৪৫

দেশ

উপজেলা নির্বাচন: প্রচার-প্রচারণা তুঙ্গে

নিউজজি ডেস্ক ৪ মে, ২০২৪, ১৮:১৭:০১

78
  • উপজেলা নির্বাচন: প্রচার-প্রচারণা তুঙ্গে

ঢাকা: উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ কয়েকদিন পরই। তাই প্রার্থীদের প্রচার প্রচারণা এখন তুঙ্গে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত পাড়া-মহল্লা-অলিগলি চষে বেড়াচ্ছেন। ভোটারদের মন জয়ে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। 

প্রথম ধাপে চাঁপাইনবাবগঞ্জের নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলায় অনুষ্ঠিত হবে নির্বাচন। জমে উঠেছে শেষ মুহুর্তে প্রচার-প্রচারণা। ৩টি উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন ১১ জন প্রার্থী। 

মেহেরপুর সদর উপজেলাতেও চলছে জোর প্রচারণা। তবে মন্ত্রীর কথা বলে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা চলছে বলে অভিযোগ ওঠেছে। শনিবার সকালে সংবাদ সম্মেলনে চেয়ারম্যান প্রার্থী ইব্রাহীম শাহীন অভিযোগ করেন, জনপ্রশাসনমন্ত্রীর নাম ব্যবহার করে কিছু নেতা এক প্রার্থীকে বিজয়ী করার চেষ্টা করছে। 

কয়েক জায়গার নির্বাচনী প্রচারণায় হামলাও হয়েছে। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চেয়ারম্যান প্রার্থী লিয়াকত হোসেন বাচ্চুর সমর্থকদের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ করেছেন চেয়ারম্যান প্রার্থী শাহানা ফেরদৌসী সীমা। শুক্রবার মধ্যরাতে গণসংযোগ শেষে বাড়ি ফেরার পথে হওয়া হামলায় তিনিসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। 

নীলফামারীর ডোমারে উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার পাঙ্গা বাজারে এ ঘটনা ঘটে। 

এদিকে, নির্বাচনে প্রভাব বিস্তার করার অপচেষ্টার ব্যাপারে সতর্ক করেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। শনিবার সকালে রাজশাহীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রার্থী ও নির্বাচনী কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তিনি। বলেন, কেউ নির্বাচনে প্রভাব খাটাতে চাইলে কমিশন ব্যবস্থা নেবে। 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন