শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ , ৯ জিলকদ ১৪৪৫

দেশ

ভূমিদস্যুদের জবাবদিহিতার আওতায় আনতে কোনো কার্যক্রম নেই: টিআইবি

নিউজজি প্রতিবেদক ২ মে, ২০২৪, ১৮:২৮:৩৩

62
  • ছবি: সংগৃহীত

ঢাকা: ভূমিদস্যুদের জবাবদিহিতার আওতায় আনার কোনো কার্যক্রম নেই। এতে সাংবাদিক ও পরিবেশকর্মীদের ওপর নির্যাতন বাড়ছে বলে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার (২ মে) সকালে রাজাধানীর মাইডাস সেন্টারে এক আলোচনায় তিনি এ কথা জানান।

ড. ইফতেখারুজ্জামান বলেন, দেশে গণমাধ্যমের স্বাধীনতা সঙ্কুচিত হচ্ছে। পরিবেশ নিয়ে কাজ করা সাংবাদিকরা নির্যাতনের শিকার হচ্ছেন। ২০২২-২৩ মেয়াদে ১২ জন পরিবেশকর্মী নিহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।

গণমাধ্যমকর্মীদের বাক-স্বাধীনতা যাতে খর্ব না হয়, সেজন্য সুশাসনের ওপর অঙ্গীকারনামা রক্ষার আহ্বান জানিয়েছে টিআইবি।

সংস্থাটির নির্বাহী পরিচালক আরও বলেন, প্রাতিষ্ঠানিকভাবে আন্দোলনের কার্যক্রম সঙ্কুচিত হয়ে আসছে। রামপাল কয়লা বিদ্যুৎ প্রকল্পের বিরোধিতা করে প্রতিবাদ করায় গণমাধ্যম ও পরিবেশকর্মীদের হেনস্থা হতে হয়েছে।

নিউজজি/ এস দত্ত

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন