সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১ , ৫ জিলকদ ১৪৪৫

দেশ

ভূরুঙ্গামারীতে কোরবানির পশুর চামড়া প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ প্রশিক্ষণ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ২৮ এপ্রিল, ২০২৪, ১৭:০৩:৩৮

102
  • ছবি : নিউজজি

কুড়িগ্রাম: ভূরুঙ্গামারীতে কোরবানির পশুর চামড়া প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ এপ্রিল) সকালে ভূরুঙ্গামারী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ দপ্তরে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ভূরুঙ্গামারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামীমা আক্তার প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের কোরবানির পশুর চামড়া প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ বিষয়ে বিভিন্ন পরামর্শ ও নির্দেশনা প্রদান করেন।

প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীরা কোরবানির পশুর চামড়ার উপযুক্ত মূল্য প্রাপ্তি নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি বৃদ্ধির আহ্বান জানান। এ সময় অন্যদের মধ্যে প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা শামসুর রহমান সুমনসহ মসজিদের ইমাম, মাদ্রাসার ছাত্র, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, আড়তদার ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজজি/এসএম/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন