শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ , ২৪ শাওয়াল ১৪৪৫

দেশ

নাটোরে চেয়ারম্যান প্রার্থীকে ইসির শোকজ

নাটোর প্রতিনিধি ২০ এপ্রিল, ২০২৪, ০৮:৪৩:২৮

53
  • নাটোরে চেয়ারম্যান প্রার্থীকে ইসির শোকজ

নাটোর: আসন্ন নাটোর সদর উপজেলা পরিষদের নির্বাচনে প্রতীক বরাদ্দের আগে 'নির্দিষ্ট প্রতীকে' ভোট চাওয়াসহ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চেয়ারম্যান প্রার্থী রিয়াজুল ইসলাম মাসুমকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। 

শুক্রবার (১৯শে এপ্রিল) নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা স্বাক্ষরিত চিঠিতে এই শোকজ করা হয়েছে। শোকজ নোটিশে বলা হয়, রিয়াজুল ইসলাম প্রতীক বরাদ্দের পূর্বেই তার ফেসবুক আইডি থেকে দোয়াত কলম মার্কায় ভোট প্রার্থনা করছেন।  

এছাড়াও দিঘাপতিয়া ইউনিয়ন পশ্চিম হাগুড়িয়া জামে মসজিদে উপস্থিত মুসল্লিবৃন্দ ও এলাকাবাসীর কাছে ভোট প্রার্থনা করেছে, যা নির্বাচনী আচরণবিধির লংঘন। 

এবিষয়ে জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী রিয়াজুল ইসলাম বলেন, চিঠি পেয়েছি। ধর্মীয় প্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা করা যাবে না বিষয়টি আমার জানা ছিল না। নির্দিষ্ট প্রতীকে ভোট চাওয়ার ব্যাপারটা অসত্য। 

তফসিল অনুযায়ী আগামী ৮ই মে এই উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন