শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ , ২৪ শাওয়াল ১৪৪৫

দেশ

শিব নারায়ণের চোখে দৃষ্টি ফিরবে দু’জনের

নিউজজি ডেস্ক ২০ এপ্রিল, ২০২৪, ০৮:২৩:৫৫

67
  • শিব নারায়ণের চোখে দৃষ্টি ফিরবে দু’জনের

ঢাকা: মৃত্যুর আগে নিজের দুই চোখের কর্নিয়া ‘সন্ধানী’তে দান করে গেছেন বাংলাদেশের প্রথম পতাকার অন্যতম নকশাকার শিব নারায়ণ দাশ। তাঁর দান করে যাওয়া কর্নিয়ায় এখন পৃথিবীর আলো দেখবেন অন্ধ দু’জন ব্যক্তি।

৭৮ বছর বয়সি এই বীর মুক্তিযোদ্ধা শুক্রবার সকাল ৯টা ২৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে মারা যান। তাঁর ছেলে অর্ণব আদিত্য বাবার কথা অনুযায়ী  কর্নিয়া দু’টি দান করেন সন্ধানীতে। পরবর্তীতে সন্ধানী আন্তর্জাতিক চক্ষু ব্যাংকের একটি দল দুপুরে শিব নারায়ণের কর্নিয়া দু’টি সংগ্রহ করে। সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি ও আন্তর্জাতিক চক্ষু ব্যাংকের সভাপতি অধ্যাপক ডা: মনিলাল আইচ লিটু এ তথ্য নিশ্চিত করেছেন।

আগামীকাল (শনিবার) সন্ধানী চক্ষু হাসপাতালে দু’জন অন্ধ মানুষের চোখে কর্নিয়া দু’টি প্রতিস্থাপন করা হবে। দেশের স্বাধীনতা সংগ্রামে মননে-চিন্তায় যে অবদান শিব নারায়ণ দাশ রেখেছিলেন, মৃত্যুর পরেও দু’জন অন্ধ মানুষকে পৃথিবীর সুন্দর রং রূপ দেখার সুযোগ করে দিয়ে সেই সুন্দর মননেরই পরিচয় দিলেন।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন