বুধবার, ১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১ , ২২ শাওয়াল ১৪৪৫

দেশ

সিরাজদিখানে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি ১৮ এপ্রিল, ২০২৪, ১২:৩৮:১৯

53
  • ছবি: নিউজজি২৪

মুন্সিগঞ্জ: সিরাজদিখানে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় সিরাজদিখান উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে আজ বৃহস্পতিবার  সকাল ৯টায় মারখানগর  উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এতে  প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মহিউদ্দিন আহম্মেদ । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শবনম সুলতানা।

সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার তুহিন,প্রণিসম্পদ মাঠ সহকারী মোঃ আফজাল হোসেন চাকলাদার,মুন্সীগঞ্জ জেলা স্বেচ্চাসেবকলীগ সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম পিন্টু,সিরাজদিখান উপজেরা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক প্রমুখ।

প্রদর্শনীতে মোট ৪০ টি স্টলে উন্নত প্রজাতির গাভী, ষাঁড়, নানা প্রজাতির পাখি, ছাগল, ভেড়া, গাড়ল, হাঁস মুরগিসহ বিভিন্ন ঔষধ কোম্পানি তাদের পণ্য প্রদর্শন করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ষ্টল পরিদর্শন করেন।

নিউজজি/এস দত্ত

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন