বুধবার, ১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১ , ২২ শাওয়াল ১৪৪৫

দেশ

নাড়ির টান ছেড়ে জীবিকার তাগিদে রাজধানীতে মানুষ

নিউজজি ডেস্ক ১৮ এপ্রিল, ২০২৪, ১১:১০:০৮

56
  • নাড়ির টান ছেড়ে জীবিকার তাগিদে রাজধানীতে মানুষ

ঢাকা: গ্রামে পরিবার-প্রিয়জনের সাথে ঈদ কাটিয়ে রাজধানীতে ফিরছে নগরবাসী। নাড়ির টানে নিজনিজ জন্মস্থানে ছুটে গিয়েছিল, এখন তারা জীবিকার তাগিদে ফিরছে। কর্মজীবীরা আগেভাগে ফিরলেও তাদের পরিবারের বাকি সদস্যরা আছে এই দলে।

আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ভোররাত থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনালে এসে ভেড়ে দক্ষিণাঞ্চলের লঞ্চগুলো। ফিরতি ভ্রমণ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন যাত্রীরা।

একজন বলেন, যাওয়ার সময় যাত্রী চাপ থাকলেও ফেরার পথে স্বস্তি মিলেছে। ভাড়া বা ব্যবস্থাপনা নিয়েও তেমন কোনো অভিযোগ নেই। আরেকজন বলেন, কালবৈশাখীর সময়ে যাত্রাপথে নদীতে ঝড় ও বৃষ্টি হয়েছে। তাতে কিছুটা ভয় পেলেও ঘটেনি বড় কোনো বিপদ। নির্বিঘ্নে তারা রাজধানীতে আসতে পেরেছে বলে জানান তিনি।

বেশিরভাগ লঞ্চই রাত ৩টা থেকে ৪টার মধ্যে সদরঘাটে পৌঁছেছে। যাত্রীরাও ভোরের আলো ফোটার পরপর যে যার মতো গন্তব্যে চলে গেছে। ঝঞ্ঝাট ছাড়া রাজধানীতে আসার স্বস্তির ছাপ ছিল তাদের মুখে।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন