শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ , ১০ জিলকদ ১৪৪৫

প্রবাস

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের দুর্দশা, উদ্বেগ

নিউজজি ডেস্ক ৪ মে , ২০২৪, ২৩:৫২:০৭

65
  • মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের দুর্দশা, উদ্বেগ

ঢাকা: মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের দুর্দশায় উদ্বেগ জানিয়েছে তিনটি আন্তর্জাতিক সংস্থা। সংস্থাগুলো হলো আন্তর্জাতিক অভিবাসন সংস্থা, আন্তর্জাতিক শ্রম সংস্থা এবং জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক কার্যালয়। 

শনিবার (৪ঠা মে) এক প্রতিবেদনে মালয়েশিয়ার সংবাদ মাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডে জানিয়েছে, মালয়েশিয়ায় চাকরি করতে গিয়ে প্রতারণার শিকার হচ্ছে বাংলাদেশিরা। শ্রমিকদের পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র বাজেয়াপ্ত করে অস্বাস্থ্যকর পরিবেশ রেখে ন্যূনতম খাবার দেয়া, বহির্বিশ্বের সাথে তাদের যোগাযোগ সীমিত করা এবং ন্যূনতম স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। আটকে পড়াদের সহায়তায় মালয়েশিয়ার সরকারের সাথে কাজ করার কথা জানিয়েছে সংস্থা তিনটি। 

এর মধ্যে  রয়েছে ন্যায়বিচার এবং মৌলিক পরিষেবাসহ তাদের কাজের পরিধি বাড়ানো, টেকসই সমাধান ও দীর্ঘমেয়াদী প্রচেষ্টা অব্যাহত রাখা ও শ্রমিকদের অধিকার আদায়।

গত এপ্রিলে জাতিসংঘের একদল বিশেষজ্ঞ বাংলাদেশি শ্রমিকদের অস্তিত্বহীন কাজের কারণে শোষণের শিকার হওয়া থেকে রক্ষার প্রচেষ্টা জোরদার করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান জানিয়েছিলেন।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন