শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ , ২৫ শাওয়াল ১৪৪৫

খেলা

তিন কোচের পূর্নমিলনের সিরিজে জিম্বাবুয়ে আন্ডারডগ

শামীম চৌধুরী জানুয়ারী ১৩, ২০১৮, ২৩:১১:৪০

470
  • তিন কোচের পূর্নমিলনের সিরিজে জিম্বাবুয়ে আন্ডারডগ

হেড কোচ হাতুরুসিংহের অধীনে বোলিং কোচ পদে ছিলেন হিথ স্ট্রিক, তাদের সঙ্গে টিম ম্যানেজার খালেদ মেহমুদ সুজনকে নিয়ে কি দারুন ত্রয়ীই না পেয়েছিল বাংলাদেশ। এই তিন কোচ আসন্ন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে তিন দলের কোচের দায়িত্বে। একসঙ্গে অনুশীলন এবং ডাগ আউটের তিন জেনারেলের পূর্নমিলন হচ্ছে এই সিরিজে। আগে যেখানে একসাথে বসে প্রতিপক্ষকে পর্যুদস্ত করতে সমন্বিতভাবে করতে হতো পরিকল্পনা, সেখানে এবার তিনজন তিনজনের প্রতিপক্ষ, একে অপরকে ঘায়েল করতে  নিতে হচ্ছে কঠিন চ্যালেঞ্জ। পরিস্থিতির মুখে এই দায়িত্বকে চ্যালেঞ্জ মানছেন জিম্বাবুয়ের হেড কোচ হিথ স্ট্রিক-‘  ওই সময়ে বেশ ক’জন কোচ দলের অংশ ছিলেন,এখন তারা প্রতিপক্ষ। চন্দিকা এবং এখন টেকনিক্যাল ডিরেক্টর সুজনের  সঙ্গে আমার সম্পর্কটা দারুন। এই সিরিজটা আমাদের কাছে দারুন এক চ্যালেঞ্জ।’

তিনজনের কাছেই প্রতিপক্ষ ক্রিকেটাদের চেনা, বাংলাদেশের কন্ডিশন এবং উইকেট সম্পর্কে বিস্তর ধারনা আছে তিন জনেরই। তাই কারো কোন গোপন কিছু নেই বলে মনে করছেন হিথ স্ট্রিক-‘  আমরা এখানকার কন্ডিশন সম্পর্কে জানি,ক্রিকেটারদের চিনি। বিপিএলে শ্রীলংকা এবং জিম্বাবুয়ের অনেকে খেলেছে। তাই কারো কোন কিছু গোপন আর নেই। ভাল পরিকল্পনা এবং টেকনিক্যাল উপদেশ দিয়ে দলের কাছ থেকে সেরা স্কিল আদায় করাটাই হবে এখন আমাদের দায়িত্ব।’ 

র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ এগিয়ে,তারপরও বাংলাদেশকে এগিয়ে রাখার পক্ষপাতি নন হিথ স্ট্রিক-‘  আমি তা মনে করি না। এখানকার উইকেট,কন্ডিশন এবং বেশ ক’জন ক্রিকেটার সম্পর্কে আমি জানি। তারপরও আমি বলব আমাদের অধিকাংশ ক্রিকেটার ভালভাবে জানে এখানে তাদের করনীয় কি।’ 

বিপিএলএ জিম্বাবুয়ের ক’জন ক্রিকেটার খেলেছেন, করেছেন পারফর্ম। এটাও কাজে আসবে বলে মনে করছেন হিথ স্ট্রিক-‘ক্রেমার,রাজা,সলোমন মির অবশ্যই এখানকার নুতন ক্রিকেটার সম্পর্কে ধারনা দিয়ে আমাদেরকে সাহায্য করবে। তারা এখানকার কন্ডিশন সম্পর্কেও ভাল ধারনা পেয়েছে, যা এই সিরিজে আমাদের কাজে আসবে।’ তারপরও নিজেদেরকে আন্ডারডগ ধরে নিয়েই ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে চ্যালেঞ্জ নিচ্ছেন হিথ স্ট্রিক-‘ আমরা এই সিরিজে আন্ডারডগ। তারপরও বিশ্বাস করি আমরা বেশ ক’জন মানসম্পন্ন ক্রিকেটার পেয়েছি যারা জিম্বাবুয়ের ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। গত বছর শ্রীলংকার বিপক্ষে তাদের মাটিতে আমরা দেখিয়ে দিয়েছি দেশের বাইরেও আমরা কতোটা প্রতিদ্বন্দ্বীতাপূর্ন ক্রিকেট খেলতে পারি।’

শ্রীলংকার বিপক্ষে গত বছর ওয়ানডে সিরিজে জয় এই সিরিজে জিম্বাবুয়েকে অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলবে বলে মনে করছেন হিথ স্ট্রিক-‘ প্রতিদ্বন্দ্বীতাপূর্ন ক্রিকেট খেলতে ওই জয় আমাদেরকে আত্মবিশ্বাসী করে তুলেছে। বিগত সময়ে আমরা খুব বেশি ওয়ানডে খেলেনি। শ্রীলংকার বিপক্ষে আমরা যখন অবতীর্ন হই, তার আগে শ্রীলংকা যেখানে ১৬টি ওয়ানডে ম্যাচ খেলে ফেলেছে, সেখানে আমরা একটিও খেলিনি। আমাদের দলে এমন ক্রিকেটাররা আছে,যারা স্কিল দিয়ে শ্রীলংকা এবং বাংলাশকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিবে। আমি বিশ্বাস করি, আমাদের দলটি জয়ের সামর্থও রাখে।’ 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন