মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১ , ২১ রজব ১৪৪৬

সাহিত্য
  >
গল্প

এক অফুরন্ত তারুণ্যের গল্প

কাজী সুলতানা সিমি জুন ৭, ২০১৭, ১৬:৫৪:৩৪

6K
  • এক অফুরন্ত তারুণ্যের গল্প

রিনি দেয়ালে একটি ছবি দেখছিল। অসম্ভব সুদর্শন এক তরুণের। এমন সময় শুনল, রিনি ওভেনেহানি-চিকেনটা পুড়ে গেলোনাকি, একটু দেখতো। সম্বিত ফিরে পেয়ে সে ওভেনের দিকে গেল। রিনি একটা রিটায়ারমেনট ভিলেজের রুমে বসে। ডিনারের জন্য অপেক্ষা। যার রুমে সে বসে আছে সে হচ্ছে ডেভিড। পচাত্তুর ঊর্ধ্ব একজন মানুষ। আজ কয়েক বছর হোল সে নিউলিনের একটা রিটায়ারমেন্ট ভিলেজে থাকছে। রিনির সাথে তার পরিচয় নিউলিনের লাইব্রেরীতে। রিনি কম্পিউটার সাইন্স পড়ছে অকল্যান্ড ইউনিভার্সিটিতে। সদ্য বিবাহিত তরুণী। বাংলাদেশ থেকে কেবল মাত্র নিউজিল্যান্ড এসেছে। তার বর ও একসাথে আবারো পড়ছে। যদিও তার একাডেমীক পড়াশোনা কম্পিউটার সাইন্স না তারপর ও তার বরের পরামর্শে আবার পড়া। বিকেলটা সে লাইব্রেরীতে কাটায়।

এক বিকেলে তেমনি রিনি নিউলিনের লাইব্রেরীতে। কম্পিউটার সাইন্স আর জাভা প্রোগ্রামিং দেখতে দেখতে ক্লান্ত। মনটা হাল্কা করার জন্য একটা কবিতার বই খুঁজছিল সে। এমনি সময় ডেভিড উঁকি মেরে বলল, তুমি কার কবিতা খুঁজছ? রিনি বলল, ঠিক নিদিষ্ট কারো না। যে কোন কবিতা প্রকৃতি কিংবা রোমান্স একটা কিছু হলেই হোল। এরপর সে বলল- আমি ডেভিড, তুমি? রিনি তার পরিচয় দিয়ে বলল, তুমি কি জান বাংলাদেশ কোথায়? আমি বাংলাদেশের মেয়ে রিনি। ডেভিড রিনিকে অনুকরণ করে বলল ও আচ্ছা, বাংলাদেশ কোথায় তা জানি তবে বাংলাদেশের মেয়েরা যে রোমান্টিক তা জানি না! রিনি উৎসুক দৃষ্টিতে তাকাল ডেভিডের দিকে। পচাত্তুর ঊর্ধ্ব বয়সে প্রথম পরিচয়ে এভাবে কেউ কথা বলে তা তার জানা ছিল না। আবারও অবাক করে তাকে বলল, তুমি কি জান তোমার শাণিত দৃষ্টি কতটা মোহনীয়? বিস্ময়ের সীমা ছিল না রিনির। বলল, তুমি আসলে কি বলতে চাও? চল কফি শপে বসে তারপর বলি, লাইব্রেরীতে তো কথা বলা বারণ। ও আচ্ছা তাই তো, বলে দুজনে গিয়ে বসল লাইব্রেরীর বাইরের কফি শপে। সেই থেকে পরিচয়, চেনাজানা তারপর আসা যাওয়া। জীবনের গল্প বিনিময়।

আজো এসেছে সেই গল্প বিনিময় আর কথোপকথনের সমাপ্তি টানতে। কথা আর গল্প কি কখনও শেষ হয়। জীবন সায়াহ্নে এসেও ডেভিডের এত তারুণ্য কি করে হয়, রিনির অজানা। সেই অজানাকে জানতেই তার এত আগ্রহ। রিনির বর নিষাদ ও মাঝে মাঝে যোগ দেয়। কিন্তু নিষাদ রিনির মতো এত সাবলীল নয়। সে স্বল্পভাষী আর কিছুটা লাজুকও। নিজ গণ্ডীর বাইরে সে সহজ হতে পারে না। রিনির বেলায় ঠিক উল্টো, পরিচিত গণ্ডীতে সে হিসেবী নূতন পরিচয়েই তার যতো প্রগলভতা। নিষাদ এই স্বভাব জানে, আর অবাক হয় বয়সের এই দূরত্বে ও ওদের এত সখ্যতা! কি জানি মানুষের রসায়ন বুঝা বড় দুষ্কর। এভাবেই চলে সেই পারস্পরিক হৃদ্যতা।

তরুণ বয়সে ডেভিড ছিল নিউজিল্যান্ড আর্মিতে। চাকরীর প্রয়োজনে যেতে হয় যুদ্ধে। যুদ্ধে যাবার সময় প্রথমপ্রেম মেরী ছিল অনাগত সন্তানের অপেক্ষায়। ডেভিডের যুদ্ধ থেকে ফেরার প্রতীক্ষা আর সোনালী স্বপ্ন বুনে বুনে ক্লান্ত মেরী। কোল জুড়ে আসে মার্ক। যেন স্বর্গ সুখের বার্তা। মার্ককে ঘিরেই তার অবসন্ন সময় হয়ে উঠে অপার্থিব আনন্দের। প্রতীক্ষার প্রহর হয় দীর্ঘ থেকে দীর্ঘতর। ডেভিডের ফিরে আসার কোনো লক্ষণ নেই। একসময় হতাশ মেরী প্রেমে পড়ে অন্য এক যুবকের। মার্ককে নিয়ে ঘর বাঁধে অন্য ভালবাসার সাথে। এরপরই ফিরে আসে ডেভিড। এ কেমন নিয়তি। পরাজিত সৈনিকের মত জীবন যুদ্ধেও ক্লান্ত সে। ভাগ্যের সমীকরণ মেলাবে কার সাধ্য। মেনে না নিয়ে উপায় কি। চোখের সামনে মেরীর সাজানো সংসার, নিজ সত্তার বিসর্জন। ভালবাসার মানুষকে অন্যের প্রেয়সী হিসেবে দেখার চেয়ে না ফেরাই ভালো ছিল। বাষ্পরুদ্ধ অস্পৃশ্য অনুভব। দীর্ঘশ্বাস বুকে নিয়ে জীবনের বৈতরণী পার হওয়ার যন্ত্রণা সে শুধু ভুক্তভোগী বুঝে। এ মর্মবেদনা অব্যক্ত। 

বহতা নদীর মতো দিন যায়, রাত আসে। চলার পথে কাউকে সাথী দরকার। সুখ-দুঃখ ভাগাভাগি আর ভালবাসার সাথী নয়, প্রয়োজন মেটাবার প্রয়োজনে। তেমনি কেউ একজন আসে ডেভিডের জীবনে। তাকে ভালবাসতে পারেনি কখনও। কি করে সম্ভব। হৃদয় কি কখনও ছেড়া যায়, যে ইচ্ছে করলেই রুটির মত ছিঁড়ে ছিঁড়ে বিলিয়ে দেবে! হৃদয়ের ক্ষত আর পোড়া দাগ নিয়েই কাটিয়ে দিল সারাটা জীবন। রিনিকে দেখে আবার সেই পুরনো কষ্টটা নুতন করে জেগে উঠেছে। এতকাল পর রিনির মাঝে খুঁজে পেয়েছে হারানো তারুণ্য। এত আলোড়ন কোথায় ছিল এতদিন! অকপটে এলোমেলো হাজারো কথার শিহরণ সুর তোলেছিঁড়ে যাওয়া পুরনো গীটারে। বেচে থাকাটা বড় আনন্দের। ইস জীবনের শেষ দিনগুলো যে এমন পরিপূর্ণ হবে ভাবেনি ডেভিড।

যুদ্ধ থেকে ফিরে আসার পর ডেভিড স্কুলে ডেপুটি প্রিন্সিপাল হিসেবে চাকরী শুরু করে। সেই সুবাদে ছাত্র-ছাত্রী ও এলাকায় তার বহুল পরিচিতি। সুতরাং একটা ব্যাক্তিত্ব আর দূরত্ব নিয়েই থাকে সে। কিন্তু রিনি সামনে এলে সেটা ধরে রাখতে পারে না, যেন উচ্ছল এক আবেগী কিশোর। এতো চঞ্চলতা মেয়েটির! এক নিমিষে তুলোর মত উড়িয়ে দেয় বয়সের সাজানো মুখোশ। আসলে কীসেরই বা এত মুখোশ, সামাজিকতার! এ তো শুধু দীর্ঘদিনের দীর্ঘশ্বাস ঘুচাবার প্রয়াস। শুধু কথা আর সান্নিধ্য যে মানুষকে এতোটা পূর্ণ করে তা ডেভিডের জানা হতো না রিনির সাথে কথা না হলে। এ যেন মনের গহীনে জমে থাকা বহু দিনের পুঞ্জিভূত কষ্টের নিঃশর্ত নিঃসরণ। অপূর্ব আলোর বিচ্ছুরণ আজ ডেভিডের সমস্ত অভিব্যাক্তিতে। রিনিকে কল্পনা করে ভাললাগার বিমূর্ত বিকল্প রূপে। এ যেন হাজারো পঙক্তিমালায় গাঁথা এক নীরব পদ্য।

মার্ক ছিল ডেভিডের নিজের ছেলে। সে চলে যায় ইংল্যান্ডে, তাছাড়া ডেভিডের সাথে মার্কের কোনো বন্ধন ছিল না। পরের সংসারে সে আর কোনো সন্তান নেয়নি। মেরীকে না পাওয়ার পর তার আর ইচ্ছে করেনি। এই সংসারে পালক ছেলে-মেয়েরা তাকে মাঝে মাঝে দেখতে আসতো। কিন্তু খুব একটা না, তাই বিষণ্ণ বিকেল ছিল ডেভিডের নিত্য দিনের সঙ্গী। রিনির সান্নিধ্য তার কাছে এক অনবদ্য পাওয়া। সময় আর বাইরের অবয়ব যেন কোনো বাধা নয়। আসলে বুড়িয়ে যাওয়া মানেই ফুরিয়ে যাওয়া নয়। মনটা তো সেই দুরন্ত আর চীরসবুজ, যেন আগেরই মতো সবকিছু।

অনেক বিকেল কাটে দুজনের বিচিত্র অনুভবে। রিনি ভাবে এত কষ্ট পুষেও কিভাবে পারে একটা মানুষ এত প্রাণবন্ত হতে। রিনি মনত্বতে ডেভিডের ব্যাক্তিত্বের বিশ্লেষণ খোঁজে। সে বরাবরই মানুষকে ভাবে একেকটা রহস্যময় আধার রূপে। যার ব্যাখ্যা ও বিশ্লেষণ নেই। রিটায়ার ভিলেজে রিনির আসা যাওয়া ডেভিডকে ঈর্ষান্বিত করে। অন্যদের উৎসুক দৃষ্টি উপেক্ষা করে ওরা কাটায় অনেক বিকেল। রিনির কাছে, মানুষ মানে একই পৃথিবীর বাসিন্দা-সম গোত্রীয় প্রজাতি- এরপর সে মানব। বয়স আর পুরুষের সংজ্ঞায় সে বন্ধুত্ব বিচার করে না। তার সহচর্যে কেউ আনন্দিত, এটাই তার পাওয়া। অস্পর্শ বাঁধনে ও মানুষ মানুষকে অনেক কিছু দিতে পারে, রিনি আর ডেভিডের অসম বন্ধুত্ব সেই নির্মল ভালোলাগার এক অনিন্দ্য বন্ধন। নিষাদ মাঝে মাঝে ডেভিডকেসহ নানা পরিকল্পনা করে। ডেভিডের শূন্যতা তাকেও সমব্যাথী করে।

এরপর একদিন, হাওয়া বদল বা এক ঘেয়ে জীবনে স্বস্তি আনতে দুরে কোথাও বেড়াতে যাবার প্ল্যান করে ডেভিড। অস্ট্রেলিয়ায় যাবে কিছু দিনের জন্য, অতি মায়া কাটানোর একটা অজুহাত কি না কে জানে। হবে হয় তো। অসম বন্ধুত্বও যে এত প্রাণময় হতে পারে তা তার ধারণয় ছিল না। রিনি ও নিষাদ তাকে অকল্যান্ড এয়ারপোর্টে সি-অফ করতে আসে। ওকে কেমন বিমর্ষ দেখাচ্ছে। স্মিতহাস্যে যদিও গল্প করছে কিন্তু তার চোখ দুটো ছলছল। ভরাক্রান্তমনে সে নিষাদকে বলল, মনে হচ্ছে এ জীবনে তোমাদের সাথে আর দেখা হবে না। অনেক চমৎকার সময় কেটেছে তোমাদের আন্তরিক সহচর্যে, ভালো থেকো আজীবন। ও হ্যাঁ আরেকটা কথা, রিনি এ জীবনে তোমার হলেও- পরের জন্মে ও কিন্তু আমার, ইয়ংমান। বলেই হাসতে হাসতে হ্যান্ডশেক এর জন্য হাত বাড়াল নিষাদের দিকে। নিষাদও বলল, পরের জন্মে কেন এখনি নিয়ে যাও না সাথে। সেখানেই শেষ দেখা।

এর কিছুদিন পর একটা ব্যাক্তিগত কারণে হঠাৎ রিনি ও নিষাদকে অস্ট্রেলিয়ায় আসতে হোল। ফিরে যাবে ভেবেছিল, পরে যাওয়া হয়নি আর। ডেভিডের অনুমান সত্যি, আর দেখা হয়নি তার সাথে। রিনির কাছে ডেভিডের প্রচ্ছায়া এক তারুণ্যের প্রতীক। এক উচ্ছল তরুণ অফুরন্ত প্রাণ। অবাক হয় তার দেশে বয়সিরা কেন এমন হয় না। পঞ্চাশের পরই যেন ফুরিয়ে যায়, স্তিমিত হয় সব উৎফুল্লতা-প্রস্তুতি চলে অন্য ভুবনের। দৃশ্যত জীবন তো একটাই, ভারসাম্য উপভোগে কী এমন ক্ষতি তাতে। রিনির মনে হয় কোনো একদিন ডেভিডকে নিয়ে একটা উপন্যাস লিখলে কেমন হয়!

 

নিউজজি/এসএফ 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন