শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ , ১৯ রমজান ১৪৪৫

সাহিত্য
  >
কবিতা

একুশ মানে

আলমগীর হোসেন ফেব্রুয়ারি ২০, ২০২১, ১২:১৫:৩৩

874
  • একুশ মানে

একুশ মানে ৫২-তে

ঝরল কত প্রাণ

বাংলা হবে মাতৃভাষা

বাংলায় হবে গান।

রাজ পথে রক্ত ঢেলে

উর্দুটাকে পিছু ঠেলে

মায়ের মুখের বুলি যারা

করে গেলে দান

সর্বকালের শ্রেষ্ঠ তারা

গাইব তাদের গান।

বাবা বলে, ওরে খোকা

জানিস তারা কে?

দাদা বলে ধমক দিয়ে

গাইতে তাকে দে।

এই ভাষাতে পাঠশালাতে

সবক করি শুরু

বিকাশ বাবু ছিলেন মোদের

গুণী শিক্ষাগুরু।

শহিদ মিনার রইল হেথা

ফুলে ফুলে সেজে

ঘড়ির কাঁটা বলল ডেকে

একটা গেছে বেজে।

বারো মাস পর ফের হবে ভাই

এমন সাজের দেখা

এর পরে সব ভুলে যাবে

কাব্য-কথায় লেখা।

ওরে অবুঝ ওরে সবুজ

ওরে তোরা দেখ

একুশটারে নিজের ভাষায়

আবার তোরা লেখ।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন