বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ , ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

সাহিত্য
  >
প্রবন্ধ

স্বধীনতা শব্দটি আমার শহীদ বাবার সমার্থক

নিউজজি ডেস্ক মার্চ ২২, ২০২২, ১৯:৩২:৫৫

734
  • ছবি: কবির ফেসবুক ওয়াল থেকে

নির্মলেন্দু গুণ লিখেছিলেন, ‘স্বাধীনতা এই শব্দটি যে ভাবে আমাদের হলো’। ১৯৭১ সনে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের প্রেক্ষাপটে লেখা হয়েছিল কবিতাটি। শেখ মুজিব যখন বললেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’। সে মন্ত্র ঢুকে যায় আমাদের  শিরায়-শিরায়। আর স্বধীনতা শব্দটি আমাদের হয়।  

 

আর অন্যদিকে আরেক কবি, শেখ মুসলিমা মুন নিয়ে এলেন, ‘স্বধীনতা শব্দটি আমার শহীদ বাবার সমার্থক’। কবিরা সব সময়ই আমাদের জন্য নিয়ে আসেন ভিন্ন্ ও গভির দৃষ্টিভঙ্গি। তার কবিতায় নবতর রচনাশৈলী না রইলেও—সহজ সরল আটপৌরে ভাষার কিছু কবিতা হৃদয় ছুঁয়ে যায়।

 

তার বইয়ের প্রথম কবিতাটি, ‘স্বধীনতা শব্দটি আমার শহীদ বাবার সমার্থক’, কবিতাটিতে তিনি বলেন, ‘স্বাধীনতা আছে। আমাদের বাবা নেই!/সূর্যের মতো আমাদের বাবা নেই।/আমাদের অহঙ্কার আছে! আমাদের আনন্দ নেই।/আমাদের গৌরব আছে। আমাদের সুখ নেই!’ এইভাবে আরও কিছু নেইয়ের ফিরিস্তি দিয়ে তিনি বলেন, ‘আমাদের স্বপ্ন আছে। আমাদের যুদ্ধ আছে-স্বাধীনতা নেই।’ তিনি উপসংহার টানেন এ ভাবে—‘নেই…নেই…নেই!/এই না থাকার মানেই আমার যুদ্ধ/এই না থাকার মানেই আমার একাত্তর/এই না থাকার মানেই আমার স্বাধীনতা? স্বাধীনতা শব্দটি আজ আমার শহীদ বাবার সমার্থক’।

সম্ভবত সবারই গভীর ডুব দেয়ার ইচ্ছা থাকে, তাই ‘শেকড় জীবন’ কবিতায় শেখ মুসলিমা মুন লেখেন—মাঝে মাঝে খুব গভীরে ডুব দিতে ইচ্ছে করে/এতটা গভীরে যে সেখানে নামতে নামতে/নামতে নামতে নামতে নামতে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে/ তারপরও কেবল ডুবতেই থাকব ডুবতেই থাকব/ আর জলের তলানিতে গিয়ে নিঃশ্বাস নেব নতুন জীবনের? আমাদের জীবন হবে বাতাস জীবন অথবা/ বাকলহীন শেকড়-জীবন 

 

মানুষ তার দুঃখের স্মৃতি ভুলতে পারে না ‘জলঘুম’ কবিতায় তিনি লেখেন—একদিন আমি সত্যি সত্যি ভুলে যাব/ব্রহ্মপুত্রের জলঘুম/স্রোতের শিহরণ/ ভুলে যাব নদীপাড়ের শূন্যতা— আর/ পথের পাশে পড়ে থাকা বাঁকা রোদকে/ ভুলে যাব কাশফুল, কুসুমরাঙা ভোর/দিগন্তে জেগে ওঠা দুপুরের ক্লান্ত নুপুর/ ভুলে যাব ওপারের সূর্যঘুম— নদীঘাট/ ঘাটের পাশে একশ আটটি দুর্বাকে/ কেবল ভুলব না, ফেলে আসা পাথরজীবন/ওপারের ধূসর বালুচর, পড়ে থাকা বৃষ্টিফোঁটাকে

 

এইরকম আরও কিছু আটপৌরে অথচ মন ছুঁয়ে যাওয়া কবিতা নিয়ে শেখ মুসলিমা মুন তার বইটি সাজিয়েছেন। বইটি প্রকাশ করেছে, আগামী প্রকাশনী, প্রচ্ছদ করেছেন শফিক শাহীন মূল্য-১৬০ টাকা 

 

নিউজজি/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন