শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১ , ৫ জুমাদাউস সানি ১৪৪৬

সাহিত্য
  >
প্রবন্ধ

শ্রীনগরে ‘শিমুল ফুলের হাতছানি’ গ্রন্থের মোড়ক উন্মোচন

মুন্সিগঞ্জ প্রতিনিধি সেপ্টেম্বর ২৫, ২০২১, ১৮:৫১:৩৭

652
  • ছবি : নিউজজি

মুন্সিগঞ্জ: বিক্রমপুরের গবেষক অধ্যাপক মো. শাজাহান মিয়ার রচিত ‘শিমুল ফুলের হাতছানি’ নামক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার সকালে উপজেলার রাঢ়িখাল স্যার জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউটের অবলা বসু অডিটোরিয়ামে এই গ্রন্থের প্রকাশনা উৎসব শুরু হয়।

বিক্রমপুর সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ এবং ভাগ্যকুল পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্রের যৌথ আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের শ্রীনগর শাখার সভাপতি ডাঃ আব্দুল মালেক ভূঁইয়া।

স্যার জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. ফরহাদ আজিজের সভাপতিত্বে এবং লেখক ও গবেষক শিক্ষক সুমন্ত রায়ের সঞ্চালিত অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন- বিশিষ্ট কথা সাহিত্যিক অধ্যাপক ঝর্না রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মাহবুবুল হক, প্রখ্যাত চিত্র শিল্পী ও কথা সাহিত্যিক সোহেল রিয়াজুল, ভাগ্যকুল পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি লেখক মুজিব রহমান, শ্রীনগর প্রেসক্লাব ও বিক্রমপুর সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন প্রমুখ।

নিউজজি/ এসআই

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন