মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ , ১৮ রমজান ১৪৪৬

সাহিত্য

গল্পকার মার্কেসের জন্মদিন আজ

নিউজজি ডেস্ক ৬ মার্চ , ২০২৫, ১৩:৩৩:২৫

55
  • ছবি: ইন্টারনেট

ঢাকা: যাদু বাস্তবতার গল্পকার মার্কেসের জন্মবার্ষিকী আজ। সাহিত্যে ম্যাজিক রিয়েলিজম বা যাদু বাস্তবতা নামে একটি সম্পূর্ণ ভিন্ন ধারার প্রবর্তক হিসেবেই তার পরিচয় বিশ্ব সাহিত্যে। গাব্রিয়েল গার্সিয়া মার্কেস (জন্ম: ৬ মার্চ, ১৯২৭ - মৃত্যু: ১৭ এপ্রিল, ২০১৪ ) সমকালীন বিশ্বসাহিত্যের একজন প্রবাদপুরুষ। ১৯২৭ সালে কলম্বিয়ার ক্যারিবীয় উপকূলীয় গ্রাম আরাকাতাকায় জন্ম।

তিনি গাবো নামেও পরিচিত ছিলেন, একজন কলম্বীয় সাহিত্যিক, সাংবাদিক, প্রকাশক ও রাজনীতিবিদ এবং ১৯৮২ খ্রিষ্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। নিঃসঙ্গতার একশ বছর বইয়ের লেখক হিসেবে তিনি বিশেষভাবে পরিচিত। কলম্বিয়ার সন্তান গার্সিয়া মার্কেস জীবনের বেশিরভাগ সময় বসবাস করেছেন মেক্সিকো এবং ইউরোপের বিভিন্ন শহরে।

সাহিত্যবিশারদদের মতে তিনি হোর্হে লুইস বোর্হেস এবং হুলিও কোর্তাসারের সাথে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ দক্ষিণ আমেরিকান কথাসাহিত্যিক। একই সঙ্গে জনপ্রিয় এবং মহৎ লেখক হিসেবে চার্লস ডিকেন্স, লেভ তলস্তয় ও আর্নেস্ট হেমিংওয়ের সঙ্গে তার নাম এক কাতারে উচ্চারিত হয়। ১৯৮২ খ্রিষ্টাব্দে নোবেল পুরস্কার প্রদানের সময় সুইডিশ একাডেমি এমত মন্তব্য করেছিল যে তার প্রতিটি নতুন গ্রন্থের প্রকাশনা বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ ঘটনার মতো। ১৭ এপ্রিল ২০১৪ মেহিকো সিটির নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।

নিউজজি/পিএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন