শনিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১ , ৯ শাবান ১৪৪৬

সাহিত্য

স্যামুয়েলের কবিতা, “যদি কখনও তুমি একলা যাও”

স্যামুয়েল ১০ জানুয়ারি , ২০২৫, ১৭:০৫:২৬

171
  • স্যামুয়েলের কবিতা, “যদি কখনও তুমি একলা যাও”

যদি কখনও তুমি একলা যাও

কীর্তনখোলা অথবা সন্ধ্যা নদীর তীরে

হেমন্ত অথবা আসন্ন শীতে, দেখবে সেখানে দাঁড়িয়ে

জীবনানন্দ দাশ, কুসুম কুমারী দাশ, শঙ্খ ঘোষ, কামিনী রায়,

মুকুন্দ দাসের ছায়ার সাথে ছায়া মিলিয়ে কত কি খুঁজছ

নিত্য দেখা এই আকাশ এত অচেনা, গভীর

ছায়াময় মেঘের দল রহস্যের পর রহস্য লুকিয়ে

যাচ্ছে ভেসে উত্তরীয় পাখিদের দেশে বিচিত্র সংবাদ নিয়ে ।

 

নিঃশব্দ চিল খালি ক্যানভাসে বার বার আসে আর যায়

বিচিত্র পাখি নদী পারাপারে কত সংবাদের ফেরি করে

জোয়ার-ভাটা কখনোও ভৈরব কখনোও ইমনের রেখাব

মৌণ সমিরণে, রাগে-অনুরাগে, গল্প-গানে মাতিয়ে রাখে

ভোর, দুপুর, বিকেলের ঘ্রাণ ; ভিন্ন ভিন্ন ভাবে উপস্থিত সামনে

ঘুমের মতন অপরূপ মোহে প্রশান্তির ঢেউ খেলে মনে

ছড়িয়ে থাকে চোখের মণিকোঠায় ; অস্ফুট প্রাণে ধরা দেয়

কত স্বল্পের অচেনা আকাশে ।

 

নিজের স্বরূপ ভুলে আগামি দিনের কবি উদাস-দু’চোখ

এই আকাশ পাখি, নদী, মেঘ, রঙ-বেরঙে মহা সমারোহে

নদীর কাছের গাছ গাছালির বনে সূর্যের কিরণ, লুকোচুরি

শুধু ঘোর লাগে, জংলি ফুলের গন্ধ মনের যত গ্লানি মুছে

আঁধার নামার দাবি তোলে; বিচিত্র পাখিদের কলরবে

নক্ষত্র দলকে ম্লান করে

সন্ধ্যা আকাশে স্নিগ্ধ বাতাসে কৌমুদী, জ্যোৎস্না ফুটে থাকে

মনের ভেতর  অবাক বিস্ময় করা সুর বাজে অবিরাম ।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন