শনিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১ , ৯ শাবান ১৪৪৬

সাহিত্য

শৈবাল নূরের কবিতা, “লীলা”

শৈবাল নূর ১০ জানুয়ারি , ২০২৫, ১৪:৫৯:০০

240
  • শৈবাল নূরের কবিতা, “লীলা”

পৃথিবীকে পদতলে রেখে

উঁকি দিয়ে তোমাকে দেখেছি বলে

 

আমারই উপগ্রহ হয়ে

পেলে তুমি মিথের কলঙ্ক!

 

আমাদের মঙ্গল যাত্রায়

বারবার শনি হানা দেয়

 

নিজের অসততার নিখুঁত বর্ণনা শুনি

পরগাছার ফুলের মতো

তাদের রুপবিন্যাস

 

চুপিচুপি দেখি এ বিষাক্ত মনোহর!

 

প্রেম এক অলৌকিক সূর্যের সন্ধান

সেই ধারণাবর্তে যে যায়

কক্ষপথে ঘুরপাক খায় একা

 

ধীর বিনাশের টোপে—

.

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন