মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ৩১ পৌষ ১৪৩১ , ১৪ রজব ১৪৪৬

সাহিত্য

বিশ্বসাহিত্যের অন্যতম শক্তিধর রচনাকার মার্ক টোয়েনের জন্মবার্ষিকী আজ

নিউজজি ডেস্ক ৩০ নভেম্বর , ২০২৪, ১৪:৩৯:৩৩

61
  • সংগৃহীত

ঢাকা: আমেরিকার মিসৌরী রাজ্যের ফ্লোরিডার একটি ছোট গ্রামে জন এবং জেন ক্লেমেন্স এর ষষ্ঠ সন্তান হিসাবে মার্ক টোয়েন ১৮৩৫ সালের ৩০ নভেম্বর জন্মগ্রহণ করেন। তাঁর তুলনা তিনি নিজেই। টোয়েন তার রসবোধের জন্য বিখ্যাত।

 পিতা-মাতা নাম রেখেছিলেন স্যামুয়েল ল্যাংগরনি ক্লেমেন্স। মার্ক টোয়েন তার লেখালেখির নাম এবং এই নামেই জগৎজুড়ে তার খ্যাতি ছড়িয়ে পড়ে। টোয়েনের বয়স যখন ৪ তখন অদূরেই হানিবল নামের একটি ১০০০ জন মানুষের ব্যস্ত শহরে তাঁর পরিবারটি স্থানান্তরিত হয়।

মুদিদোকানি, উকিল, জজ, জমির দালালি হেন কাজ নেই যা টোয়েনের বাবা করেননি কিন্তু কোনোভাবেই আর্থিক স্বচ্ছলতা আনতে পারেননি, তার পরিবার খুব আর্থিক অনটনের মধ্যেই দিনাতিপাত করত। কিংবদন্তি আছে যে টোয়েন কখনই নিজের শৈশবে বাবাকে হাসতে দেখেন নি। তবে মাকে প্রচুর হাস্যরসে অভ্যস্ত দেখেছেন।

টোয়েনের মা ছিলেন আনন্দ আর রসবোধে পূর্ণ মানুষ। ১৮৪৭ সালে টোয়েনের পিতা অপ্রত্যাশিতভাবে মারা গেলে পরিবারটি খুব বিপদে পড়ে যায়। টোয়েন তখন কিশোর। এই অর্থনৈতিক সংকট তাকে সমাজের কদর্য চেহারাটি দেখিয়ে দেয়। বয়স ৪ থেকে ১৪ পর্যন্ত হানিবলেই কাটিয়েছেন। ৯ বছরে প্রথম হত্যা দেখেন আর ১০ বছরে দেখেন লোহার রড দিয়ে পিটিয়ে দাস মেরে ফেলার ঘটনা।

১৮৬১ তে ক্যালিফোর্নিয়া এর নেভাডায় যান রুজির তালাশে আর সেখানে ৫ বছর থাকেন। সেখানে সোনা রুপার কারবারে সুবিধা করতে না পেরে পরে চাকরি খুঁজতে থাকেন। জীবনের তিক্ততা আর পিতার প্রভাব তাকে হতাশাবাদী মানুষে পরিণত করেছিল। অল্পদিনে তিনি জনপ্রিয় পশ্চিমা ছোট গল্পকার হয়ে উঠেন। Jim Smiley and His Jumping Frog ছোটগল্পটি তাকে জনপ্রিয় করে তোলে এবং পরবর্তী সাফল্য আসে ১৮৬৯ এ The innocent abroad বইটি প্রকাশিত হলে। বয়স ৩৪ এ তিনি তার খ্যাতির শীর্ষে আরোহণ করেন। জীবনের শেষ ১৫টি বছর মানুষের ভালবাসা সম্মান এবং অক্সফোর্ড আর ইয়েল ইউনিভার্সিটির ডিগ্রীলাভ করার মত অভাবনীয় সাফল্যে জীবন ঘটনাবহুল হয়ে উঠে।

তিনি এসময় কিংবদন্তি হউএ উঠেন। যে দুটি লিখা ববিশ্বসাহিত্যে স্থান করে নেয় তার একটা The Adventures of Tom Sawyer প্রকাশিত হয় ১৮৭৬ সালে এবং এর সিকুয়াল Adventures of Huckleberry Finn প্রকাশিত হয় ১৮৮৫ সালে। তার অনেক আগেই তার গল্প, সমালোচনা প্রবন্ধাদির জন্য তিনি বিখ্যাত হয়ে উঠেন।

জীবনের শেষ কটা বছর প্রচুর ধুমপান করে, তাস খেলে আর বিলিয়ার্ড খেলে ৭৪ বছর বয়সে, দেশের বাড়ি রেড্ডিং এ মারা যান। দিনটি ছিল ২১ এপ্রিল ১৯১০।

নিউজজি/ পি.এম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন