মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ৩১ পৌষ ১৪৩১ , ১৪ রজব ১৪৪৬

সাহিত্য

কথাসাহিত্যিক, কবি ও প্রাবন্ধিক বুদ্ধদেব বসুর জন্মবার্ষিকী আজ

নিউজজি ডেস্ক ৩০ নভেম্বর , ২০২৪, ১৪:১৮:১৫

90
  • ছবি: ইন্টারনেট

ঢাকা: কথাসাহিত্যিক, কবি ও প্রাবন্ধিক বুদ্ধদেব বসুর জন্ম ৩০ নভেম্বর ১৯০৮ সালে কুমিল্লায়। পিতা ভূদেব বসু, মাতা বিনয় কুমারী। পৈতৃক আদি নিবাস বিক্রমপুরের মালখানগরে। শিক্ষাজীবন ঢাকা কলেজিয়েট স্কুল, ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়। অধ্যাপনার মাধ্যমেই তাঁর কর্মজীবন শুরু।

বুদ্ধদেব বসু একজন খ্যাতনামা বাঙালি সাহিত্যিক। তিনি একাধারে কবি, প্রাবন্ধিক, নাট্যকার, গল্পকার, অনুবাদক, সম্পাদক ও সাহিত্য-সমালোচক ছিলেন। বিংশ শতাব্দীর বিশ ও ত্রিশের দশকের নতুন কাব্যরীতির সূচনাকারী অন্যতম কবি হিসেবে তিনি সমাদৃত। তবে সাহিত্য সমালোচনা ও কবিতা পত্রিকার প্রকাশ ও সম্পাদনার জন্য তিনি বিশেষভাবে সম্মাননীয়।

অল্প বয়স থেকেই কবিতা রচনা করেছেন, ছেলে জুটিয়ে নাটকের দল তৈরি করেছেন। প্রগতি ও কল্লোল নামে দু'টি পত্রিকায় লেখার অভিজ্ঞতা সম্বল করে যে কয়েকজন তরুণ বাঙালি লেখক রবীন্দ্রনাথ ঠাকুরের জীবদ্দশাতেই রবীন্দ্রনাথের প্রভাবের বাইরে সরে দাঁড়াবার দুঃসাহস করেছিলেন তিনি তাঁদের অন্যতম। ইংরেজি ভাষায় কবিতা, গল্প, প্রবন্ধাদি রচনা করে তিনি ইংল্যান্ড ও আমেরিকায়ও প্রশংসা অর্জন করেছিলেন। এ ছাড়া তিনি সাহিত্য পত্রিকা সম্পাদনা করেন।

উল্লেখযোগ্য গ্রন্থ-কবিতা : বন্দীর বন্দনা, পৃথিবীর পথে, দ্রৌপদীর শাড়ি, শীতের প্রার্থনা : বসন্তের উত্তর, স্বাগত বিদায়। উপন্যাস : সাড়া, সানন্দা, কালো হাওয়া, তিথিডোর, নির্জন স্বাক্ষর, নীলাঞ্জনের খাতা, রাত ভ’রে বৃষ্টি, বিপন্ন বিস্ময়।

গল্প : অভিনয়, অভিনয় নয়, রেখাচিত্র, হাওয়া বদল, ভাসো আমার ভেলা, প্রেমপত্র। প্রবন্ধ : হঠাৎ আলোর ঝলকানি, কালের পুতুল, সাহিত্যচর্চা, রবীন্দ্রনাথ : কথাসাহিত্য, স্বদেশ ও সংস্কৃতি। নাটক : মায়া-মালঞ্চ, তপস্বী ও তরঙ্গিণী, কলকাতার ইলেকট্রা ও সত্যসন্ধ।

অনুবাদ : কালিদাসের মেঘদূত, বোদলেয়ার : তাঁর কবিতা, রাইনের মারিয়া রিলকের কবিতা। স্মৃতিকথা : আমার ছেলেবেলা, আমার যৌবন। সম্পাদনা : আধুনিক বাংলা কবিতা। সম্মাননা পান পদ্মভূষণ, সাহিত্য আকাদেমি ও রবীন্দ্র-পুরস্কার (মরণোত্তর)। তিনি ১৮ মার্চ ১৯৭৪ সালে কলকাতায় মারা যান।

নিউজজি/পি.এম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন